আবারও ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। এদিন সকালে রাজস্থানের যোধপুরে মিগ ২৭ মডেলের বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনার কবলে পড়লেও প্রাণে বেঁচে গেছেন পাইলট। বিমানটি ভেঙে পড়ার পরই আগুন লেগে যায়, তা নেভানোর চেষ্টা চলছে।
সম্প্রতি ভারতে মিগ ২৭এমএল স্কোয়াড্রন আর চালানো হয় না। কিন্তু যোধপুরে মঙ্গলবার দুটি মিগ ২৭ স্কোয়াড্রন কিছুটা আপগ্রেড করার পর চালিয়ে দেখা হচ্ছিল। তাতেই ঘটে যায় দুর্ঘটনা।
কদিন আগে দুপুরে হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাত্তা জাইতান গ্রামে ভেঙে পড়েছিল মিগ ২১ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পাইলট। কাংড়ার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ বায়ুসেনার ওই বিমানটি ভেঙে পড়ে। পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়েছিল বিমানটি।
বিমান ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়
চলতি বছরের জুন মাসে একটি মিগ ২৭ মডেলের ভারতীয় বায়ুসেনার বিমান যোধপুরের এক লোকালয়ের ওপর ভেঙে পড়ে। পাইলট দুর্ঘটনার ঠিক আগের মূহুর্তেই নিরাপদে বেরিয়ে আসতে পারেন বিমান থেকে। গুটিকয়েক বাড়ি ও কিছু বিস্তির্ণ এলাকার ক্ষয়ক্ষতি হলেও, সেবার কোনো হতাহতের খবর ছিল না।
এ নিয়ে গত তিন’ মাসে তিনবার মিগ মডেলের বিমান ভেঙে পড়ল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ুসেনার কর্তারা। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছেন তাঁরা।