Indian Air Force undergoing monumental transformation, said IAF Chief: আকাশপথে অজেয় হবে ভারত, ঢেলে সাজানো হচ্ছে বায়ুসেনাকে | Indian Express Bangla

আকাশপথে ‘অজেয়’ হবে ভারত, ঢেলে সাজানো হচ্ছে বায়ুসেনাকে

The Indian Air Force: এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া।

IAF, Rafale Fighter Jet, RKS Bhadauria, Bangla News
বায়ুসেনার অন্যতম অংশ ফরাসি যুদ্ধবিমান রাফালে। ফাইল ছবি

The Indian Air Force: আকাশপথে আরও শক্তিশালী হবে ভারত। সেই লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় বায়ুসেনাকে। আগামি কিছুদিনের মধ্যে আমূল পরিবর্তন হবে বায়ুসেনার। এই পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া।

শনিবার তিনি বলেছেন, “আরও বেশি করে প্রযুক্তির ব্যবহার হবে। নিরাপত্তা আঁটসাঁট করতে প্রতিবেশী পাকিস্তান ও চিনের ভৌগলিক-কূটনৈতিক অস্থিরতা মাথায় রেখেই এই বদলের সিদ্ধান্ত।”

আরও পড়ুন মায়ানমারে গণতন্ত্র ফেরাতে রাষ্ট্রসংঘের বিবৃতি, স্বাক্ষরদানে বিরত থাকল দিল্লি, পাশে চিন-রাশিয়া

এদিন বায়ুসেনা অ্যাকাডেমির একটি স্নাতক প্যারেড অনুষ্ঠানে এসে ভাদোরিয়া বলেন, “ভারতীয় বায়ুসেনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। দ্রুততার সঙ্গে বায়ুসেনায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। পাল্লা দিয়ে শত্রুপক্ষের নিশানাতেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। প্রত্যেক বিভাগে যুদ্ধপ্রস্তুতি আব্যশক। তাই এই আমূল রূপান্তর হতে চলেছে।”

তিনি আরও বলেছেন, “এর আরও একটা কারণ, অপ্রত্যাশিত ও অতি দ্রততার সঙ্গে আমরা নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে রয়েছি। তার সঙ্গে সঙ্গে প্রতিবেশি দেশে এবং আরও বৃহত্তর ক্ষেত্রে ভৌগলিক-রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে।”

আরও পড়ুন জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের তোড়জোড়? ২৪ জুন সর্বদল বৈঠক

তিনি উল্লেখ করেছেন, গত কয়েক দশকে আকাশপথে ভারতে যে কোনও সংঘাতে জয় পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বায়ুসেনা। সেই সঙ্গে বায়ুসেনার গুরুত্বও অনেক বেড়েছে। বায়ুসেনার এই রূপান্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Indian air force undergoing monumental transformation iaf chief

Next Story
Uttar Pradesh: অক্সিজেন বন্ধ রেখে মকড্রিল! আগ্রার সেই নার্সিংহোমকে ক্লিনচিট যোগী সরকারের