Advertisment

Preesha Chakraborty: মাত্র ৯ বছরেই বিশ্বজয়, মার্কিন মুলুকে 'ব্রাইটেস্ট' বঙ্গতনয়া পৃষা চক্রবর্তী

বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১৬ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে নিজের দক্ষতাকে অনন্য ভাবে ফুটিয়ে তুলেছে বছর ৯-য়ের পৃষা। এর আগেও বিভিন্ন পরীক্ষায় অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে সম্মানিত করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Undated photo of the nine-year-old Indian-American girl Preesha Chakraborty who has been named in the 'world’s brightest' students list by the Johns Hopkins Center for Talented Youth. (PTI)

নয় বছর বয়সী ভারতীয়-আমেরিকান মেয়ে প্রীশা চক্রবর্তীর তারিখবিহীন ছবি, যিনি জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ দ্বারা 'বিশ্বের উজ্জ্বল' ছাত্রদের তালিকায় নাম লেখান। (পিটিআই)

মাত্র ৯ বছরেই সেরার সেরা স্বীকৃতি। তাক লাগানো প্রতিভায় বিশ্বকে চমকে দিয়েছে এই বঙ্গতনয়া। বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্রী হিসাবে তালিকায় নাম উঠেছে পৃষা চক্রবর্তীর (Preesha Chakraborty)। 'ব্রাইটেস্ট' স্বীকৃতিতে খুশির হাওয়া পৃষার পরিবারে।

Advertisment

বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১৬ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে নিজের দক্ষতাকে অনন্য ভাবে ফুটিয়ে তুলেছে বছর ৯-য়ের পৃষা। এর আগেও বিভিন্ন পরীক্ষায় অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে সম্মানিত করা হয়।

আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত পৃষা চক্রবর্তী 'জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ' প্রতিযোগিতায় ‘বিশ্বের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী'র তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগিদের মধ্যে মাত্র ৩০ শতাংশের কম এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। সোমবারই প্রকাশিত হয়েছে প্রতিযোগিতার ফলাফল। আর তাতেই চমকে দেওয়ার মত সাফল্য এই ইন্দো-মার্কিন কিশোরীর।

আরও পড়ুন : < Ayodhya Ram Mandir: শুরু হয়ে গেল সাত দিনের বিশেষ আচার অনুষ্ঠান, প্রাণ প্রতিষ্ঠার আগে এযেন এক ‘রঙিন অযোধ্যা’ >

প্রথম স্থান অধিকার করে সকলকে চমকে দিয়েছে ৯ বছরে পৃষা। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা। সবসময়ই নতুন বিষয় শেখার প্রতি সে আগ্রহী এমনটাই জানিয়েছেন পৃষা মা-বাবা। পড়াশোনার পাশাপাশি পৃষা ভ্রমণ, মার্শাল আর্টও পছন্দ করে সে। মাত্র ৬ বছর বয়সে জাতীয় স্তরের NNAT পরীক্ষায়-এ ৯৯ শতাংশ নম্বর পেয়ে আইকিউ সোসাইটির সদস্যপদ লাভ করে পৃষা ।

পৃষা ক্যালিফোর্নিয়ার ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী। ইতিমধ্যেই পৃষা SAT (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট), ACT (আমেরিকান কলেজ টেস্টিং), CTY ট্যালেন্ট প্রতিযোগিতার তার ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য সম্মানিত হয়েছে।

students India America
Advertisment