Advertisment

দেশে জরুরি অবস্থা জারির গুজব ওড়াল ভারতীয় সেনা

লকডাউনের মেয়ার বাড়লে মিলবে তো প্রয়োজনীয় সামগ্রী? সবার মুখে মুখে এই প্রশ্ন ঘুরতে থাকে। আগেভাগেই বাজার থেকে তা কেনার জমায়েতও গত দু’দিন ধরে নজরে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশজুড়ে চলা লকডাউনের মাঝে এপ্রিলের মাঝামাঝি সময়ে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এমন গুজব উঠেছিল। সেই গুজবকে প্রত্যাখ্যান করে সোমবার ভারতীয় সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে দেশব্যাপী সেনা বা এনসিসি বা এনএসএস মোতায়েনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisment

সোমবার ভারতীয় সেনাবাহিনীর তরফে টুইট করে জানান হয়, “এপ্রিলের মাঝামাঝি সময়ে জরুরি অবস্থা ঘোষণা করার বিষয়ে এবং প্রশাসনকে সহায়তা করার জন্য ভারতীয় সেনা, এনসিসি এবং এনএসএসের মোতায়েনের বিষয়ে ভুল ও মিথ্যা খবর রটানো হচ্ছে সোশাল মিডিয়াতে।" এর আগে সোমবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা ওড়ায় কেন্দ্র। লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনাকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।

আরও পড়ুন: লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা ওড়াল কেন্দ্র

তবে দেশে জরুরী অবস্থা জারির বিষয়ে সেনার এক শীর্ষস্থানীয় আমলাকে উধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, "এ জাতীয় প্রতিবেদন দেখে আমি অবাক হচ্ছি। জরুরী অবস্থা জারি করার কোনও পরিকল্পনাই নেই।" একটি টুইট বার্তায় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বলেছে, “একটি গুজব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেবে। এই দাবি একেবারেই ভিত্তিহীন।"

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যত বেড়েছে, এই জল্পনাও ততই মাথাচারা দিয়েছে। নিয়ম অমান্য করে পরিযায়ী শ্রমিকদের মধ্যেও বেড়েছে বাড়ি ফেরার তাগিদ। মাইলের পর মাইল হেঁটেই ঘরমুখী তাঁরা। লকডাউনের মেয়ার বাড়লে মিলবে তো প্রয়োজনীয় সামগ্রী? সবার মুখে মুখে এই প্রশ্ন ঘুরতে থাকে। আগেভাগেই বাজার থেকে তা কেনার জমায়েতও গত দু’দিন ধরে নজরে এসেছে।

Read the story in English

Indian army
Advertisment