রীতিমতো যুদ্ধের বার্তা দিয়ে চিনকে হুঁশিয়ারি দিল ভারত। শীতের লাদাখেও পুরোদমে যুদ্ধের জন্য় প্রস্তুত ভারতীয় সেনা, বুধবার সেনার তরফে এমন হুঙ্কারই দেওয়া হয়েছে। চিন যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, তাহলে তারা দারুণভাবে প্রশিক্ষিত, দক্ষ, মানসিকভাবে দৃঢ় ভারতীয় সেনার মুখোমুখি হবে, লাদাখে সংঘাতের আবহে এমন বার্তাই দিল ভারতীয় সেনা।
উল্লেখ্য়, সম্প্রতি চিনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয় যে ভারতের বাহিনী সেভাবে দক্ষ নয়, শীতকালে লড়াই চালাতে পারবে না। তারই পাল্টা জবাব দিয়েছে সেনার নর্দার্ন কমান্ড। এদিন নর্দার্ন কমান্ডের মুখপাত্র বলেছেন, '' এটা উপেক্ষা করাই ভাল। ভারতীয় সেনা পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধের জন্য় সক্ষম''।
আরও পড়ুন: মস্কোয় জয়শঙ্কর-ওয়াং বৈঠকের আগেই উত্তর প্যাংগংয়ে ভারত-চিন সেনার মধ্যে বিপুল গুলি বিনিময়
তিনি আরও বলেছেন, ''ভারত শান্তিপ্রিয় দেশ এবং পড়শি দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী। কূটনৈতিক আলোচনার মাধ্য়মে সমস্য়া সমাধান চায় ভারত। পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত বিবাদ মেটাতে যখন আলাপ-আলোচনা চলছে, সেসময়ই সামরিক স্তরে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে এই দীর্ঘ অচলাবস্থার জন্য়''।
নর্দার্ন কমান্ডের মুখপাত্র আরও বলেছেন, ''সাধারণত তাপামাত্রা মাইনাস ৩০-৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ঠান্ডা হাওয়া আরও বিপজ্জনক হয়ে পড়ে বাহিনীর জন্য়। বরফে রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু এসব সত্ত্বেও ভারতীয় সৈনিকদের শীতে লড়াই চালানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং তাঁরা মানসিকভাবে এজন্য় প্রস্তুত''। তাঁর কথায়, সিয়াচেনের মতো সবথেকে দুর্গম এলাকায় কাজ করার দক্ষতা রয়েছে সেনার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন