Advertisment

এ দেশে ঢুকে পড়া চিনা কর্পোরালকে ফিরিয়ে দিল ভারতীয় সেনা

রবিবার ডেমচকের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন চিনা কর্পোরাল ওয়াং ইয়া লং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

সীমান্তে উত্তেজনা। তারই মধ্যে রবিবার ডেমচকের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন চিনা কর্পোরাল ওয়াং ইয়া লং। বুধবার তাঁকে লাল-ফৌজের হাতে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী। চুশুল মলডো সীমান্ত দিয়ে এই হস্তান্তর হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেনা সূত্রে এই খবর জানতে পেরেছে।

Advertisment

গত সোমবার ভারতীয় সেনার তরফে বলা হয়, ধৃত ওই পিএলএ কর্পোরালকে জেরা করা হচ্ছে। আটক করা হলেও তাঁকে অক্সিজেন, ওষুধ, গরমবস্ত্র, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। চিনের ষষ্ঠ মোটোরাইজড ডিভিশনে কর্মরত তিনি। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছিল, জেরায় ওই সৈনিক জানিয়েছেন, তাঁর চামরি গাই খোয়া গিয়েছে। সেটিকে খুঁজতে বেরিয়েছিলেন চিনা করর্পোরাল। তারপর পথ হারিয়ে ঢুকে পড়েন ভারতীয় সীমানায়। তবে ভারত চিনা সেনার চরবৃত্তিপ বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। জানিয়েছিল চিনা সৈনিক যদি পথ হারিয়ে এ দেশে ঢুকে পড়ে থাকে তা হলে তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। চরবৃত্তির কোনও প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ভারত। শেষ পর্যন্ত দায়বদ্ধতা মেনে ভারত ওই চিনা সৈন্যকে সেদেশে ফেরৎ পাঠাল।

চিনা সৈনিক ধরা পড়ার পরে সোমবারই লাল-ফৌজ থেকে ভারতীয় বাহিনীর কাছে আবেদন এসে পৌঁছয়। তাতে বেজিংয়ের তরফে বলা হয়, পিএলএ-র এক সৈনিক নিঁখোজ। সে ব্যাপারে ভারতীয় বাহিনীর কিছু জানা থাকলে যেন তা জানানো হয়। নির্দিষ্ট প্রটোকল অনুসারে জিজ্ঞাসাবাদের পর যেন তাঁকে হস্তান্তরিত করা হয়।

গত জুনে গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভার-চিন সম্পর্ক তলানিতে। নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের সেনা। লাদাখে দুই দেশ প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। প্রবল শীতেও সংঘাতের আশঙ্কা তীব্র। দুই দেশের তরফেই প্রস্তুতি ও রসদের যোগান বাড়ানো হচ্ছে। তার মধ্যেই চিনা সেনা ধরা পড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভারত আজ ওই চিনা সেনাকে হস্তান্তরিত করল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

india china standoff Indian army
Advertisment