Indian Army : লাদাখে বড় দুর্ঘটনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বরাবর নদী পেরোতে গিয়ে হড়পা বানে ভেসে গেল ৫ সেনা, মৃত্যুর আশঙ্কা।
লাদাখে নদী পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ট্যাঙ্ক। এই দুর্ঘটনায় এক সেনা শহীদ হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন চারজন। T-72 ট্যাঙ্কটি হড়পা বানে ভেসে গিয়েছে বলেই খবর।
জানা গিয়েছে শুক্রবার মহড়ার সময় হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে যায়, যার জেরে আটকে পড়েন কয়েকজন সেনা। এই দুর্ঘটনায় ৫ সেনা শহীদ হয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লেহ থেকে প্রায় ১৪৮ কিমি দূরে মন্দির মোড়ের কাছে জওয়ানরা যখন টহল দিচ্ছিলেন সেই সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আরও পড়ুন : < Man Beaten to Death in Kolkata: খাস কলকাতায় মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের, হুশ ফিরবে কবে? উঠছে প্রশ্ন! >
পিটিআই রিপোর্ট অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হড়পা বানে পাঁচ সেনা জওয়ানের তলিয়ে যাওয়ার খবর মিলেছে। শুক্রবার 'ট্যাঙ্ক প্র্যাকটিস' করতে গিয়ে হঠাৎ নদীর জলস্তর বেড়ে যায়, যার জেরে আটকে পড়েন কয়েকজন সেনা। এই দুর্ঘটনায় ৫ জওয়ান শহীদ হয়েছেন এবং কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।