India Gorakhpur Bus accident in Nepal: শুক্রবার ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ল গোরখপুর থেকে নেপালগামী যাত্রীবোঝাই একটি বাস। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পোখরা ও কাঠমান্ডুর মধ্যবর্তী তনহুঁ জেলায় মারশিয়াংড়ি নদীতে পড়ে যায়।
বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকেরও। জানা গিয়েছে তিনি গোরখপুরের বাসিন্দা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ভয়াবহ দুর্ঘটনায় কবলে যাত্রীবোঝাই বাস। গোরখপুর থেকে নেপালগামী যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি পোখরা ও কাঠমান্ডুর মধ্যবর্তী তনহুঁ জেলায় মারশিয়াংড়ি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ২৯ জনকে উদ্ধার করা হয়। সিনিয়র পুলিশ সুপার রবীন্দ্র রেগমি জানান, বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্তে চলছে।