সরিয়ে নেওয়ার চেষ্টার মধ্যেও রকেট হামলায় গুরুতর জখম ভারতীয়। হামাস-ইজরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের আবহে ভয়াবহ রকেট হামলায়, শেজা আনন্দ নামে একজন ভারতীয় নার্স গুরুতর আহত হয়েছেন। কেরলেরর কান্নুরের বছর ৪০-এর মহিলা শীজা, যিনি সেদেশে নার্সের কাজ করেন। শনিবার বিকেলে ডিউটি চলাকালীন নিকটবর্তী এলাকায় আছড়ে পড়ে একটি হামাস রকেট।
রকেট হামলার ঘটনায় গুরুতর আহত হন তিনি। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় সক্রিয়ভাবে ইজরায়েলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারত সরকার নিরলসভাবে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কাজ করছে। লেখি জোর দিয়ে বলেন, যে অপারেশন গঙ্গা এবং বন্দে ভারত এর মতো পূর্ববর্তী অপারেশনগুলি উল্লেখ করে সরকারের সঙ্কটের সময় সফলভাবে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার ইতিহাস রয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি সমন্বয় করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ক্রমবর্ধমান সংঘাতের কারণে বিমান চলাচল ব্যহত হয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল ছেড়ে যাওয়ার হিড়িকে বিদেশিরা বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন। এয়ার ইন্ডিয়া ১৪ অক্টোবর পর্যন্ত তেল আবিব থেকে আসা এবং যাওয়ার সমস্ত বিমান বাতিল করেছে। এয়ারলাইন ইতিমধ্যেই মিশর হয়ে ইজরায়েল থেকে তার ক্রু মেম্বার এবং অন্যান্য কর্মচারীদের সরিয়ে নিয়েছে।