India-Bangladesh Tension: ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অভিযানে ৭৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। পাশাপাশি দুটি ট্রলারও অভিযান চলাকালীন ধরা পড়েছে। অভিযোগ সেগুলি ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরার চেষ্টা করছিল।
ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরার অপরাধে ৭৮ মৎসজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। একই সঙ্গে ২টি বাংলাদেশি ট্রলারেও আটক করেছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য ৯ ডিসেম্বর সামুদ্রিক নিরাপত্তার জোরদার করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করেছিল। তাতেই ৭৮ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইএমবিএল টহল দেওয়ার জলসীমায় সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করেছে।
"এফভি লায়লা-২" এবং "এফভি মেঘনা-৫" নামে দুটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। পাশাপাশি ট্রলারে থাকা ৭৮ জন মৎসজীবীকে আটক করা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে দ্য মেরিটাইম জোনস অফ ইন্ডিয়া ১৯৮১ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্তের জন্য দুটি জাহাজই পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের সমুদ্রসীমার অখণ্ডতা বজায় রাখা এবং এর জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে নিরন্তর কাজ করে চলেছে। সমুদ্রে তল্লাশির সময় এই ধরনের গ্রেপ্তারি এই প্রথম নয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সময়ে সময়ে এ ধরনের অভিযান পরিচালনা করছে।