Advertisment

গুজরাত উপকূলে সন্দেহজনক পাক নৌকা! কোস্ট গার্ডের হাতে আটক ১০

Gujrat: গত বছর ১৫ সেপ্টেম্বর একইভাবে পাকিস্তানের এক নৌকা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Gujrat: গুজরাত উপকূলে ভারতীয় জল সীমান্তে আটক পাকিস্তানের নৌকা। জানা গিয়েছে, সেই নৌকার ১০ কর্মীকেও পোরবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে টহলদারি চলাকালীন শনিবার রাতে ইয়াসিন নামে ওই নৌকা ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর চোখে পড়ে। তখনই কর্মী-সহ গোটা নৌকা আটক করা হয়। এমনটাই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

Advertisment

গত বছর ১৫ সেপ্টেম্বর একইভাবে পাকিস্তানের এক নৌকা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়। সাম্প্রতিক সময়ে এই ধরণের নৌকা ব্যবহার করে আন্তর্জাতিক মাদক পাচার চক্রীরা সক্রিয়।

গত ডিসেম্বরে গুজরাত এটিএস পাক মৎস্যজীবীদের নৌকা থেকে ৭৭ কেজি হিরোইন বাজেয়াপ্ত করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০০ কোটি।

Indian Coast guard Pak Boat Indian Water
Advertisment