Advertisment

ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে ৮০০ ফুট উচ্চতা থেকে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির

অ্যাডভেঞ্চার-পাগল এই দম্পতি সারা দুনিয়ায় ঘুরে বেড়াতেন  এবং যাবতীয় অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেন  ‘হলিডেস অ্যন্ড হ্যাপিলিএভারআফটার্স’ শীর্ষক ব্লগে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্যালিফোর্নিয়ার যোসেমাইট জাতীয় উদ্যানে ৮০০ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে মৃত্যু হল ভারতীয় দম্পতির। সান ফ্রান্সিসকো ক্রনিকাল জানিয়েছে মৃত দম্পতির নাম বিষ্ণু বিশ্বনাথ এবং মীনাক্ষি মুর্তি।

Advertisment

সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, পেশায় ইঞ্জিনিয়ার বিশ্বনাথ ও মীনাক্ষী মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সদ্য, সিসকো সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেওয়ায় নিউইয়র্ক থেকে সান জোসেতে আসেন বিষ্ণু। অ্যাডভেঞ্চার-পাগল এই দম্পতি সারা দুনিয়ায় ঘুরে বেড়াতেন  এবং যাবতীয় অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেন  ‘হলিডেস অ্যন্ড হ্যাপিলিএভারআফটার্স’ শীর্ষক ব্লগে।

যোসেমাইট ন্যাশনাল পার্কের অন্যতম মূল আকর্ষণ ‘টাফ্‌ট পয়েন্ট’। যোসেমাইট উপত্যকা , যোসেমাইট জলপ্রপাত, এল ক্যাপ্টেন দেখতে পর্যটকরা ভিড় করেন সেখানে। ন্যাশনাল পার্কের রেঞ্জার্সরা গত বৃহস্পতিবার সেই ‘টাফ্‌ট পয়েন্ট’-এর ৮০০ ফুট নীচে ভারতীয় দম্পতির মৃতদেহ উদ্ধার করে। পর্যটকরা তার আগের দিনই দেহ দু’টি দেখতে পেয়েছিলেন।

আরও পড়ুন, মালেগাঁও বিস্ফোরণ মামলায় কর্নেল পুরোহিত, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে চার্জ গঠিত

ন্যাশনাল পার্কের মুখপাত্র জেমি রিচার্ডস ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে  বলেছেন, “তাঁরা কী ভাবে পড়ে গেলেন আমরা এখনও জানি না। কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করছি। হয়তো কোনো দিন জানতেই পারব না আর। যাই হোক, খুব মর্মান্তিক ঘটনা।” কী ঘটেছিল, ক্ষতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিউ ইয়র্কের বছর ২৪-এর রাজ কাট্টা জানিয়েছেন, "ব্র্যাডলি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ওদের দুজনকেই চিনি। খুব সুখি দম্পতি ছিল ওঁরা। বিশ্বনাথ খুব প্রতিভাবান ছিল। সারা পৃথিবী ঘুরে জীবনের গভীর একটা অর্থ খুঁজতে সারা পৃথিবী ঘুরে বেড়াতে চাইত মীনাক্ষি"।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশ্বনাথ( ২৯ বছর) ও মীনাক্ষি (৩০ বছর)  ২০১৪ সালে বিয়ে করেন। চেঙ্গানুরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, ওই কলেজের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের ২০০৬ থেকে ২০১০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী ছিলেন বিশ্বনাথ ও মীনাক্ষী। তাঁদের অকাল মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Read the full story in English

Advertisment