/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/money.jpg)
এদিন প্রতি ডলারে টাকার দাম দাঁড়ায় ৬৯.১০ টাকায়, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
লক্ষ্মীবারে যেন দেশে অসুন্তষ্ট হলেন মা লক্ষ্মী। ডলারের নিরিখে টাকার দাম এমন হারে কমল, যা সমস্ত রেকর্ড ভেঙে দিল। বৃহস্পতিবার সকালে ডলারের তুলনায় টাকার দাম তলানিতে ঠেকল। এদিন প্রতি ডলারে টাকার দাম দাঁড়ায় ৬৯.১০ টাকায়, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ডলার পিছু টাকার দামের এই মহাপতনের পেছনে অবশ্য দায়ী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। বিশ্ববাজারে তেলের দাম চড়া হতেই ডলারের নিরিখে টাকার এই অধোগতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Rupee at all time low Modiji :
Rs 68 .89 to a $In your pre-poll rhetoric you promised to bring it down to :
Rs 48 to a $Was that also a jumla ?
Chhapan inch ki chhati ka kya hua ?
— Kapil Sibal (@KapilSibal) June 28, 2018
আরও পড়ুন, PNB fraud case: প্রাণভয়ে দেশে ফিরছেন না, জানালেন মেহুল চোকসি
সকাল সকাল টাকার দামের পতনের পর, বেলা গড়াতে কিছুটা উঠে দাঁড়ায় ভারতীয় মুদ্রা। সকাল ১১টা নাগাদ ডলার পিছু টাকার দাম ছোঁয় ৬৮.৯১ টাকায়। এর আগে টাকার দাম সবচেয়ে কম হয়েছিল ২০১৬ সালে, সেসময় ডলারের সাপেক্ষে টাকার দাম দাঁড়িয়েছিল ৬৮.৮৬ টাকা। কিছুদিন আগেই ইরান চুক্তি থেকে সরেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে তেল রপ্তানি কমেছে ইরানের রাজধানী তেহরানে। তেহরানের পাশাপাশি, কানাডা, লিবিয়াতেও কমেছে তেল উত্তোলন।