যুদ্ধের কারণে ২ মাসেরও বেশি সময় ধরে পোল্যান্ডের ওয়ারশ থেকে তাদের কার্য পরিচালনা করছে ভারতীয় দূতাবাস। শুক্রবার ভারত জানিয়েছে আগামী ১৭ মে থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেই দূতাবাস তার সকল কাজকর্ম পরিচালনা করবে। মার্চের মাঝামাঝি থেকেই পোল্যান্ডের ওয়ারশে অস্থায়ী ভাবে সরিয়ে নেওয়া হয়েছিল ভারতীয় দূতাবাস।
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “"ইউক্রেনের ভারতীয় দূতাবাস, যা অস্থায়ীভাবে ওয়ারশ (পোল্যান্ড) থেকে কাজ করছিল, ১৭ মে থেকে কিয়েভে তার কার্যক্রম পুনরায় শুরু করবে,"। ১৩ মার্চ দূতাবাসটি অস্থায়ীভাবে ওয়ারশতে স্থানান্তরিত হয়েছিল।
আরও পড়ুন: অশনির প্রভাব জারি, আজও বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আবহে নিরাপত্তা জনিত কারণে দূতাবাসটি পোল্যান্ডে স্থানান্তরিত করা হয়েছিল বর্তমানে দূতাবাসটি পোল্যান্ডের ওয়ারশ থেকেই তার যাবতীয় কাজকর্ম চালাচ্ছে।
ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি চালু হওয়া 'অপারেশন গঙ্গা'-এর অধীনে ভারত ইউক্রেনে আটকে পড়া প্রায় ২০ হাজারের বেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার পরে দূতাবাসটি পোল্যান্ডে স্থানান্তরিত করা হয়।
Read story in English