Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের নবতম সংযোজন, গুজরাটি ভাষায় পথচলা শুরু ieGujarati.com-এর

দেশের বৃহত্তম অনলাইন সংবাদ সংস্থাগুলোর অন্যতম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
COW

ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ রবিবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর সাথে সঙ্গতি রেখে তার সর্বশেষ আঞ্চলিক ভাষাগত উদ্যোগ- ieGujarati.com নিয়ে এল। এটি এক্সপ্রেস গ্রুপের চতুর্থ আঞ্চলিক ভাষার ওয়েবসাইট। যা গত কয়েক বছরে মালয়ালম, তামিল এবং বাংলা ভাষায় ওয়েবসাইট চালু হওয়ার পর শুরু হল।

Advertisment

ieGujarati.com অনুসন্ধানমূলক এবং ব্যাখ্যামূলক সাংবাদিকতার ওপর নজর রেখে তার অনন্য ব্র্যান্ড ইন্ডিয়ান এক্সপ্রেসের ট্রেডমার্ক সাংবাদিকতাকে গুজরাতে তুলে ধরার দিকে মনোনিবেশ করবে। এই ওয়েবসাইটে নিয়মিত কলাম এবং অন্যান্য ধারাবাহিক থাকবে। যা গুজরাটের পাঠকদের চাহিদা পূরণ করবে। পাশাপাশি, গুজরাটবাসীকে গোটা বিশ্বের পরিবর্তিত গণমাধ্যমের ধাঁচের স্বাদ দেবে।

এই ব্যাপারে এক্সপ্রেস গ্রুপের নির্বাহী পরিচালক অনন্ত গোয়েঙ্কা বলেন, 'ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে গুজরাট এবং গুজরাটি ভাষার দীর্ঘ সম্পর্ক রয়েছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ছিল প্রথম ব্যবসায়িক দৈনিক যা ১৯৯১ সালে একটি গুজরাটি সংস্করণ চালু করেছে এবং গুজরাটজুড়ে প্রকাশিত হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের ভাদোদরা এবং আহমেদাবাদ উভয় সংস্করণই ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে।'

আরও পড়ুন- কাজের মধ্যেই পোষ্যকে নিয়ে সরকারি গাড়িতে ঘুরছেন আধিকারিক, ছবি তুলতেই আক্রান্ত সাংবাদিক

অনন্ত গোয়েঙ্কা আরও বলেন, 'আমরা ieGujarati.com চালু করছি আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কার নির্ভীক সাংবাদিকতার স্বাক্ষর শৈলীকে গুজরাটে তার নিজস্ব ভাষায় তুলে ধরার জন্য। এই ওয়েবসাইট সরাসরি আহমেদাবাদ থেকে প্রকাশিত হবে। এর নিউজরুম ন্যায্য এবং নির্ভুল সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের এই নতুন যাত্রার ব্যাপারে রীতিমতো উত্তেজিত। এই যাত্রা গুজরাটি এবং দেশের নির্দিষ্ট অঞ্চলে সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা পূরণের জন্য এক্সপ্রেস গ্রুপের আরেকটি প্রচেষ্টা।'

ভয় ও পক্ষপাত ছাড়াই সাহসী সাংবাদিকতার জন্য পরিচিত, 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'। ৯০ বছরেরও বেশি সময়ের অনন্য উত্তরাধিকার রয়েছে এই সংস্থার। এই গ্রুপের বিশ্বব্যাপী ২০ কোটিরও বেশি অনলাইন পাঠক রয়েছে। যে কারণে, এই সংস্থা দেশের বৃহত্তম অনলাইন সংবাদ সংস্থাগুলোর অন্যতম।

web series viral news gujrat
Advertisment