Advertisment

ভারতীয় পরিবারকে হেনস্থার অভিযোগ ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে

কাঁদছিল খুদে, তাই বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক ভারতীয় পরিবারকে। গত ২৩ জুলাই কাজের সূত্রে লন্ডন থেকে বার্লিন যাচ্ছিলেন তাঁরা। শিশুটি বাবা-মায়ের থেকে আলাদা বসার কারণে কাঁদছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
airline

ভারতীয়দের হেনস্থার অভিযোগ ব্রিটিশ এয়ারলাইনের বিরুদ্ধে।

কাঁদছিল খুদে, তাই ব্রিটিশ বিমান সংস্থার বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক ভারতীয় পরিবারকে। গত ২৩ জুলাই কাজের সূত্রে লন্ডন থেকে বার্লিন যাচ্ছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তিতে কর্মরত এক ব্যক্তি এবং তাঁর পরিবার। শিশুটি বাবা-মায়ের থেকে আলাদা বসার কারণে ভয়ে কাঁদছিল। পিছনের সিটে বসা বেশ কিছু যাত্রী এবং তাঁর মা ওই খুদেকে থামানোর চেষ্টা করলেও কেবিন ক্রু এসে ধমক দেয় তাকে, যাতে আরও ভয়ে পেয়ে ককিয়ে ওঠে শিশুটি, এবং টার্মিনালে ফিরে রীতিমতো অপমান করে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় তার পরিবার-সহ আরও কয়েকজন ভারতীয় যাত্রীকে, যাঁরা শিশুটিকে শান্ত করবার চেষ্টা করেছিলেন।

Advertisment

ঘটনার পর সিভিল এভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভুর কাছে ওই ব্রিটিশ বিমান সংস্থার বিরুদ্ধে লাঞ্ছনা এবং বর্ণবৈষম্যের অভিযোগ করেন ওই পরিবার। ঘটনায় ব্রিটিশ বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, "এই ধরণের আচরণ আমরা কখনই মেনে নেব না। বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যেই।" পাশাপাশি তিনি এও জানান, যাঁরা অভিযোগ করেছিলেন তাঁদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা হয়েছে ওই বিমান সংস্থার তরফে।

আরও পড়ুন: কিছুদিনেই ইংল্যান্ড ছাড়তে হবে এই খুদে দাবাড়ুকে, জানুন কেন!

বাচ্চাটির বাবার অভিযোগ, তাঁর ছেলে আলাদা সিটে বসার কারণে ভয় পাচ্ছিল, এবং তাঁর স্ত্রী শিশুটিকে সামলানোর চেষ্টা করলেও কেবিন ক্রু এসে ধমক দিতে শুরু করে, এমনকী জানলা দিয়ে ফেলে দেওয়ারও হুমকি দেয়। এতেই আরও ভয় পেয়ে যায় ওই শিশু। তিনি আরও জানান, এরপরই প্লেনটি টার্মিনালে ফিরে আসে এবং সেই ক্রুয়ের সদস্য  নিরাপত্তারক্ষীদের ডেকে তাঁদের বোর্ডিং পাস নিয়ে নেন। এখানেই শেষ নয়, অভিযোগ, কেবিন ক্রু ভারতীয়দের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যও করেছেন। ঘটনায় ক্ষুব্ধ ওই পরিবার। এই আচরণে বর্ণবৈষম্যের ছায়া দেখছেন তাঁরা, এবং ভারতীয়দের কার্যত অপমান করা হয়েছে বলে মনে করছেন।

airlines
Advertisment