Advertisment

মারাত্মক ড্রোন হামলা! ইরানি জঙ্গিদের নিশানায় ভারতীয় জাহাজ

মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলার বিষয়ে জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
us navy

23 ডিসেম্বর লোহিত সাগরে হাউথি বাহিনীর একটি ড্রোন দ্বারা ভারতীয় পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আঘাত করেছিল, মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের মাঝেই ইরান সমর্থিত হুথি জঙ্গিরা আন্তর্জাতিক জাহাজকে টার্গেট করেছে। এবার একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে মারাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ হামলার বিষয়ে জানিয়েছে। এর আগে শনিবার গুজরাট উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়। পেন্টাগন জানিয়েছে, ইরান এই হামলা চালিয়েছে।

Advertisment

ইরান সমর্থিত হুথি জঙ্গিরা রবিবার সকালে লোহিত সাগরে অপরিশোধিত তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। হামলার পরই নিকটস্থ আমেরিকান যুদ্ধজাহাজে একটি বিপদ সংকেত পাঠানো হয়।

গতকালই গুজরাট উপকূলের থেকে ২০০ কিমি দূরে ভারতগামী একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছিল। আর এবার ভারতের পতাকাবাহী জাহাজেই হামলা চালানো হল লোহিত সাগরে। জানা গিয়েছে, সেই জাহাজে ছিল অপরিশোধিত জ্বালানি তেল।

রিপোর্ট অনুযায়ী, শনিবারই লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল লোহিত সাগরে। এর আগেও লোহিত সাগরে ভারতগামী জাহাজে হুথি জঙ্গিরা হামলা চালিয়েছিল। এই ঘটনার নেপথ্যেও ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী আছে বলে জানা গিয়েছে। মার্কিন সেনাবাহিনীর জারি করা বিবৃতি অনুসারে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

India Iran
Advertisment