উত্তর প্রদেশে পোচিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন ভারতের আন্তর্জাতিক গল্ফার জ্যোতি সিং রণধাওয়া, জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। পুলিশ সূত্রের খবর, তাঁর কাছ থেকে একটি .২২ রাইফেল এবং হরিয়ানার লাইসেন্স প্লেট বসানো একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতারির পরপরই তোলা ছবিতে দেখা যাচ্ছে, দুপাশে পুলিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণধাওয়া, একটি এসইউভি গাড়ির সামনে। তাঁদের সামনে একটি টেবিলে রাখা রয়েছে দুটি রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম।
প্রাথমিক খবর অনুযায়ী, রণধাওয়া ও মহেশ বিরাজদার নামে এক ব্যক্তি দুধওয়া টাইগার রিজার্ভে বনবিভাগের আধিকারিকদের হাতে গ্রেফতার হন। এলাকাটি কাতার্নিয়াঘাটে মতিপুর রেঞ্জের কাছে, বলেন ফিল্ড অফিসার রমেশ পাণ্ডে। কাতার্নিয়াঘাটের জেলা ফরেস্ট অফিসার রণধাওয়ার জিজ্ঞাসাবাদের এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান পাণ্ডে।
২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রণধাওয়া একাধিকবার বিশ্ব গল্ফ র্যাংকিংয়ে প্রথম একশোর মধ্যে জায়গা করে নেন। অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রাক্তন স্বামী তিনি। উল্লেখ্য, নভেম্বর মাসে মহারাষ্ট্রের যবতমলে অবনী নামক বাঘিনীকে হত্যার সময় রণধাওয়া নিজের শিকারি কুকুরদের সঙ্গে করে এনেছিলেন বলে টুইটারে দাবী করেন কিছু পশু অধিকার কর্মী।