Indian Tourism amid Corona: দেশে ক্রমশই যখন নিম্নমুখী সংক্রমণ, তখন বিদেশীদের জন্য দরজা খুলতে চলেছে ভারত। গত দেড় বছর করোনার কারণে বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। পর্যটকদের জন্য সিল ছিল সীমান্ত। এবার সেই বিধি শিথিল করে ভারত ভ্রমণে আগ্রহী বিদেশী পর্যটকদের বিনামূল্যে ভিসা দিতে উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক। এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, করোনার কারণে দীর্ঘদিন যাত্রী বিমান পরিষেবা বন্ধ থাকায় মন্দার মুখে অসামরিক বিমান পরিবহণ শিল্প। সেই শিল্পকে চাঙ্গা করতেই ফ্রি ভিসা চালু করতে পারে মন্ত্রক। পাশাপাশি এই উদ্যোগ সফল হলে গতি আসবে পর্যটন শিল্পেও। জানা গিয়েছে, প্রথম ৫ লক্ষ ট্যুরিস্ট ভিসা বিনামূল্যেই ইস্যু করবে বিদেশ মন্ত্রক।
তবে কবে থেকে ভারত দরজা খুলবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘ চর্চা চলছে স্বরাষ্ট্র মন্ত্রকে। সংশ্লিষ্ট সব মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গেই আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে উৎসবের মরশুমের আগেই বিদেশী পর্যটকদের স্বাগত জানাতে পারবে পর্যটন মন্ত্রক। এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। চলতি মাসের মধ্যেই সেই ঘোষণা হয়ে যাবে।
এদিকে, দেশে করোনা স্বস্তি। এক লাফে বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে রেকর্ড সংখ্যায় টিকাকরণের ঠিক পরপরই করেনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৯ হাজার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৭৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা অনেকটাই কম। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মোদীর জন্মদিনে দেশের আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যায় টিকাকরণের পরপরই দেশের সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে প্রায় ৫ হাজার কমেছে দৈনিক সংক্রমণ।
শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। যাঁদের মধ্যে ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জনই করোনামুক্ত হয়েছেন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। করোনায় দেশে মৃত্যু বেড়ে ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জন করোনার টিকা পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন