ইসলামাবাদে ভারতীয় দূতাবাস আয়োজিত ইফতার পার্টিতে 'অভূতপূর্ব হেনস্থা'র শিকার হলেন বহু আমন্ত্রিত অতিথি। পাক আধিকারিকদের অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার তাগিদেই এই হেনস্থা বলে জানা যাচ্ছে। পাকিস্তানের ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া সংবাদসংস্থা এএনআইকে জানান, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিতদের মধ্য ছিলেন রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিরা। ইসলামাবাদের সিরিনা হোটেলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন জয় শ্রীরাম স্লোগান নিষিদ্ধ করুক রাজ্য, দাবি বিশ্ব হিন্দু পরিষদের
আমন্ত্রিত অতিথিদের সূত্রে জানা যাচ্ছে, হোটেলের বাইরে নজিরবিহীন নিরাপত্তা পরীক্ষা শুরু করে পাক কর্তৃপক্ষ। এরপর বহু অতিথি হোটেলের দরজা থেকেই ফিরে যান। ভারতীয় হাইকমিশনার বিসারিয়া অতিথিদের কাছে ক্ষমাপ্রার্থনা করে জানান, "যেভাবে অতিথিদের মধ্যে ভীতির সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত হতাশজনক"।
Sources on harassment of guests at Iftar hosted by Indian High Commission in Islamabad: Before that, they called invitees from masked numbers and threatened them with consequences if they attended the Iftar. (2/2) https://t.co/3dvYG4AdBY
আরও পড়ুন মুকুল কি ধাক্কা খেল? তৃণমূল নেতাদের দলে নেওয়ার প্রশ্নে ধীরে চলো নীতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাংবাদিক মুখ খুলেছেন সংবাদসংস্থা পিটিআই-এর কাছে। তুমুল হেনস্থার বিবরণ দেওয়ার পাশাপাশি কেউ কেউ জানিয়েছেন, এই অনুষ্ঠানে যাতে অতিথিরা উপস্থিত না হয় সেই কারণে তাঁদের ফোন করে হুমকিও দেওয়া হয়েছে।
Read the full story in English