Advertisment

কানাডায় ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয়

রাহুল কুমার নামে এক প্রবাসী ভারতীয়কে 'বিষ্ঠার রঙের চামড়া' বলে মন্তব্য় করেছেন এক শ্বেতাঙ্গিনী। এমনই অভিযোগ করেছেন কানাডায় ৭ বছর ধরে থাকা ওই প্রবাসী ভারতীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
canada, কানাডা

কানাডায় ফের বর্ণবৈষম্য়ের শিকার ভারতীয়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিদেশের মাটিতে ফের বর্ণবৈষম্য়ের শিকার হলেন এক ভারতীয়। আবারও ঘটনাস্থল কানাডা। গত এক মাসের মধ্য়ে আবারও সে দেশে বর্ণবৈষম্য়ের শিকার হলেন এক ভারতীয় নাগরিক। রাহুল কুমার নামে এক প্রবাসী ভারতীয়ের গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন এক শ্বেতাঙ্গিনী। কানাডায় ৭ বছর ধরে থাকা ওই প্রবাসী ভারতীয়র গাত্রবর্ণ নিয়ে তাঁর মন্তব্য ছিল  'বিষ্ঠার রঙের চামড়া' এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, রাহুলকে নিজের দেশে ফিরে যেতে হবে বলে হুমকিও দিয়েছেন ওই মহিলা। এ খবর প্রকাশিত হয়েছে সিটিভিতে।

Advertisment

গতসপ্তাহে তাঁর বাড়ির সামনে সেই গোলমালের মুহূর্ত নিজের ফোনে ক্য়ামেরাবন্দি করেছেন রাহুল। ভিডিওতে দেখা গিয়েছে, পার্কিং নিয়ে এক মহিলা রাহুলের উপর চিৎকার করছেন। এ সময়েই রাহুলের গায়ের রং নিয়ে আপত্তিকর মন্তব্য় করেন মহিলা। শুধু তাই নয়, রাহুলকে পাকিস্তানের নাগরিক ভাবায়, তাঁকে 'পাকি' বলেও সম্বোধন করেন ওই মহিলা। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চাওয়ার ধার ধারেননি ওই মহিলা। বরং তিনি যে বর্ণবৈষম্য় করেননি, সেকথাও জোর গলায় বলেছেন।

ওই সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, ওই মহিলা বলেছেন, যা ঘটেছে , তা ভুল কিছু হয়নি। এমনকি, পার্কিং নিয়ে গোলমালে যে ভাষায় কথা বলেছেন তার যৌক্তিকতা আছে কিনা জানতে চাওয়া হলে, ওই মহিলা জানান, কোনও যৌক্তিকতা থাকুক বা না থাকুক, এটা কোনও বিষয় নয়। ওই ভিডিওতে এও দেখা গিয়েছে যে, গাড়ি নিয়ে যাওয়ার সময়, রাহুলের কানে থুতু ফেলে ওই মহিলা বলেন 'লুজার'।

আরও পড়ুন, প্রবাসিনীর চিঠি: ত্রাসগ্রস্ত টরন্টো

গত ৭ বছর ধরে কানাডায় আছেন, অথচ এমন অভিজ্ঞতা তাঁর কাছে একেবারে নতুন। এধরনের ঘটনা আগে কখনও ঘটেনি বলে মন্তব্য় করেন তিনি। তবে এই প্রথমবার নয়, গতমাসেই কানাডায় বর্ণবিদ্বেষের শিকার হন এক ভারতীয় দম্পতি। নিজের দেশে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁদের সন্তানদেরও হত্য়ারও হুমকি দেন এক ব্য়ক্তি।

International news
Advertisment