ভারত-নেপাল সীমান্তে চলল গুলি, আহত এক

বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে।

বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- গুগল ম্যাপ

চিন নয়, এবার উত্তপ্ত হল ভারত-নেপাল সীমান্ত। বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয়, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।

Advertisment

কিষাণগঞ্জের পুলিশ সুপার সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে যে আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটল সীমান্তে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই খবর।

সম্প্রতি এই নিয়ে দ্বিতীয়বার ভারত-নেপাল সীমান্তে এমন ঘটনা ঘটল। গত মাসে বিহারের সীতামারহি বর্ডার পয়েন্টে একটি সংঘর্ষে শূন্যে গুলি ছোড়ে নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী।

Advertisment

যদিও এই ঘটনাকে 'স্থানীয় সংঘর্ষ' হিসেবে উল্লেখ করেছে নেপাল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং সশস্ত্র সীমা বল। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে এটি কোনও সীমান্ত বিরোধ নয়। সম্প্রতি নেপালের ম্যাপ নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে দিল্লি এবং কাঠমান্ডুর মধ্যে সেই বিরোধের রেশও এই ঘটনা নয়, এমনটাই দাবি করা হয়েছে।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nepal