এনসিবি, নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার ৩৩০০ কেজি মাদকদ্রব্য। আটক ৫ বিদেশি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এনসিবি এবং ভারতীয় নৌবাহিনী একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ৫ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) গুজরাটে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ATS-কে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানে নামে। যাতে উদ্ধার করা হয়েছে ৩৩০০ কেজি মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন, ১৫৮ কেজি মেথামফেটামিন এবং ২৫ কেজি মরফিন জব্দ করা হয়। ভারতে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় মাদকদ্রব্য উদ্ধার অভিযান।
গ্রেফতার হওয়া সকলেই পাকিস্তানের বাসিন্দা। বাজেয়াপ্ত হওয়া বাজারমূল্য ২হাজার কোটি টাকারও বেশি বলেই এনসিবি সূত্রে খবর।
NCB-এর এত বড় অভিযানের সাফল্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করেছেন। তিনি লিখেছেন, এই ঐতিহাসিক সাফল্য দেশকে মাদকমুক্ত করার লড়াইয়ে এক বড় অঙ্গীকার। এই উপলক্ষে, আমি NCB, নৌবাহিনী এবং গুজরাটকে ATS-কে অভিনন্দন জানাই।