চার মাসের প্রশিক্ষণ শেষ করে অগ্নিবীরদের ‘প্রথম ব্যাচ’ ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছে। ২৭৩ জন মহিলা সহ মোট ২,৫৮৫ জন অগ্নিবীর আইএনএস চিল্কায় অনুষ্ঠিত 'পাসিং আউট প্যারেড' পাস করে দেশের নৌবাহিনীতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস অ্যাডমিরাল এমএ হাম্পিহোলি, রাজ্যসভার সাংসদ এবং পিটি ঊষা, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মিতালি রাজ এবং কয়েকজন প্রাক্তন নৌসেনা আধিকারিকও উপস্থিত ছিলেন। এই উপলক্ষ্যে, নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে একটি নতুন যাত্রার সূচনাও হল।
অগ্নিবীরদের উদ্দেশে কী বললেন নৌবাহিনী প্রধান?
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার অগ্নিবীরদের তাদের দক্ষতা আরও উন্নত করতে একই সঙ্গে তাদের নিজ নিজ কর্মজীবনে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে কঠোর প্রশিক্ষণ ও দক্ষতা গড়ে তোলার জন্য আহ্বান জানান। তিনি অগ্নিবীরদের নৌবাহিনীর কর্তব্য, সম্মান ও মূল্যবোধ ধরে রাখারও আহ্বান জানান।অনুষ্ঠানে অ্যাডমিরাল মেধাবী অগ্নিবীরদের মেডেল ও ট্রফি প্রদান করেন।সেরা অগ্নিবীরের খেতাব পেয়েছেন ১৯ বছরের তরুণী খুশি পাঠানিয়া। নৌবাহিনীর এভিয়েশন শাখায় যোগ দেবেন খুশি পাঠানিয়া।