কলকাতায় তৈরি যুদ্ধজাহাজ পৌঁছল নৌবাহিনীর কাছে

শনিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনা আধিকারিক গোপীনাথ নারায়নের হাতে  ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬ তুলে দিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল ভিকে সাক্সেনা। 

শনিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনা আধিকারিক গোপীনাথ নারায়নের হাতে  ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬ তুলে দিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল ভিকে সাক্সেনা। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬। ভারতীয় নৌ পরিবারের নতুন অতিথি। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড (জিআরএসই) এর তৈরি সাম্প্রতিক যুদ্ধ জাহাজটি তাদের ১০০ তম মডেল। শনিবারই এই এল-৫৬ নৌ বাহিনীর কাছে পৌঁছেছে।

Advertisment

যুদ্ধ জাহাজটির ২১৬ জন সেনা বহনেরে ক্ষমতা রয়েছে। এছাড়া থাকছে দেশে তৈরি দু'টি সিআরএন ৯১ বন্দুক। জিআরএসই-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে "নৌ যানটি ৬৩ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া। ১৫ নট দ্রুততার সঙ্গে এগোনোর ক্ষমতা রয়েছে। আধুনিক ইন্টিগ্রেটেড ব্রিজ সিস্টেম সম্পন্ন জাহাজ এটি"।

Advertisment

আরও পড়ুন, ফিরলেন অভিনন্দন, আকাশে ওড়ার অপেক্ষায়

কলকাতার জিআরএসই-ই প্রথম ১০০ টি যুদ্ধ জাহাজ তৈরি করল ভারতীয় নৌবাহিনীর জন্য।

শনিবার আনুষ্ঠানিক ভাবে নৌসেনা আধিকারিক গোপীনাথ নারায়নের হাতে  ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি (এলসিইউ) এল-৫৬ তুলে দিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল ভিকে সাক্সেনা।

বিগত ২২ মাসে ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ টি যুদ্ধ জাহাজ তৈরি করেছে জিআরএসই।

Read the full story in English