ফের মার্কিন মুলুকে মৃত্যু ভারতীয় যুবকের। ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে মারধরের ঘটনায় মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েহে ভারতীয় নাগরিক বিবেক তানিজার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবেক। তাকে মারধর করা হয়। এই ঘটনা তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার মৃত্যু হয় বছর ৪১-এর এই ভারতীয়র।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ২ ফেব্রুয়া্রি দুপুরে এই ঘটনা ঘটে। ফুটপাতে আহত অবস্থায় বিবেক তানেজাকে দেখেই উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার মৃত্যু হয় তার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিবেক তানেজা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরে তাকে মারধর করা হয়। যার জেরে মাথায় গুরুতর চোট পান তিনি। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে ধরার চেষ্টা করছে মার্কিন পুলিশ। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত আরও চার ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।