আমেরিকায় পুলিশ অ্যাকশনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। আমেরিকার সান আন্তোনিওতে ৪২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। জানা যায় ওই যুবককে নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিপ্তে গ্রেফতার করতে আসে সান আন্তোনিও পুলিশ। অভিযোগ সান আন্তোনিও পুলিশ শচীন সাহুকে গ্রেফাতার করতে গেলে তিনি তার গাড়ি দিয়ে দুই অফিসারকে আঘাত করেন। এরপর শচীনকে লক্ষ্য করে গুলি চালান এক অফিসার। তাতেই মৃত্যু হয় ওই যুবকের।
আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের। মৃত ব্যক্তির নাম শচীন সাহু (৪২)। শচীন সাহু মূলত উত্তর প্রদেশের বাসিন্দা। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সান আন্তোনিও পুলিশ একটি মামলায় শচীনকে গ্রেফতার করতে গিয়েছিল। এই সময় শচীন তার গাড়ি দিয়ে দুই অফিসারকে ধাক্কা মারে বলে অভিযোগ। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শচীন মারা যান।
শচীনের বিরুদ্ধে এক মহিলাকে গাড়ির ধাক্কায় আহত করার অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়ে। এরপরই অভিযুক্ত শচীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শচীনকে গ্রেফতারের চেষ্টা করেন। এই সময় শচীন তার গাড়ি দিয়ে দুই অফিসারকে ধাক্কা দেন বলে অভিযোগ। তখন একজন অফিসার শচীনকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।