Advertisment

হামাসের হামলায় গাজায় বেশ কয়েকজন ইজরায়েলি সৈনিক নিহত, তালিকায় ভারতীয় বংশোদ্ভূতও

গাজায় ইতিমধ্যে সরকারি মতে ৮,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel military's ground operations in a location given as Gaza

২০২৩ সালের ১ নভেম্বর, প্রকাশিত ছবিতে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সাঁজোয়া গাড়িগুলোকে দেখা যাচ্ছে। (সৌজন্য: REUTERS)

বুধবার গাজার যুদ্ধে নিহত হয়েছেন বেশ কয়েকজন ইজরায়েলি যোদ্ধা। যাঁদের মধ্যে একজন ভারতীয় বংশোদ্ভূত ২০ বছর বয়সি ইজরায়েলি সৈনিকও আছেন। বুধবার এমনটাই জানিয়েছে ইজরায়েল। নিহত ভারতীয় বংশোদ্ভূত হলেন স্টাফ-সার্জেন্ট হালেল সলোমন। তিনি দক্ষিণ ইজরায়েলি শহর দিমোনার বাসিন্দা ছিলেন। দিমোনার মেয়র বেনি বিটন বুধবার ফেসবুক পোস্টে বলেন, 'এটি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গাজার যুদ্ধে ডিমোনার পুত্র হালেল সলোমনের মৃত্যু হয়েছে। আমরা তাঁর বাবা-মা, রনিত এবং মোর্দেচাই এবং বোন ইয়াসমিন, হিলা, ভেরেদ এবং শেকডের দুঃখের অংশীদার। হালেল ইজরায়েলকে সেবা করতে চাইতেন। সেই জন্যই তিনি গিবতি (ব্রিগেড)-এ যোগ দেন দেন। হালেল ইজরায়েলের একজন নিবেদিতপ্রাণ সন্তান ছিলেন। পিতামাতার প্রতি তাঁর অসীম শ্রদ্ধা ছিল। তিনি অবিরাম দান, বিনয় এবং নম্রতায় বিশ্বাস করতেন। পুরো ডিমোনা শহর তাঁর মৃত্যুতে শোকাহত।'

Advertisment

ডিমোনা হল দক্ষিণ ইজরায়েলের একটি শহর। এই শহরেই রয়েছে ইজরায়েলের পরমাণু চুল্লি। অনেকে একে 'ছোট ভারত'ও বলেন। কারণ, এই শহরে ব্যাপক সংখ্যায় ভারত থেকে আসা ইহুদিরা বাস করেন। তাঁদেরই একজন পিটিআইকে বলেছেন, 'নিহত যুবক খুব হাসিখুশি ছিলেন। তাঁর সামনে খুব উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।' সেই সব কথা মাথায় রেখে হালেলের মৃত্যুতে ও অন্যান্য তরুণ ইজরায়েলিদের 'ইজরায়েলের অস্তিত্বের লড়াইয়ে' প্রাণ হারানোর জন্য তাঁরা গভীরভাবে দুঃখিত। গাজায় যুদ্ধে এখনও পর্যন্ত অন্তত ১১ ইজরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এই যুদ্ধকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, 'কঠিন যুদ্ধ' হিসেবে বর্ণনা করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুদ্ধে হয়তো 'বেদনাদায়ক ক্ষতি' হবে। তবে, 'জয় না-হওয়া পর্যন্ত' এই লড়াই চলবে।

এই ব্যাপারে নেতানিয়াহু বলেন, 'আমরা একটি কঠিন যুদ্ধের মধ্যে আছি। এটি একটি দীর্ঘ যুদ্ধ হবে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় অর্জন করব। আবার, কিছু বেদনাদায়ক ক্ষতিও সহ্য করতে হবে।' তিনি বলেন, 'আমরা জানি যে আমাদের প্রতিটি সৈনিক বিশ্বের অমূল্য সম্পদ। আমরা ইজরায়েলের জনগণ, হৃদয়ের গভীর থেকে আপনাকে, আপনাদের পরিবারকে আলিঙ্গন করছি। আপনাদের এই কঠিন সময়ে আমরা সবাই আপনাদের পাশে আছি। আমাদের সৈন্যরা সবচেয়ে ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে। নিজেদের বাড়ির জন্য যুদ্ধ করছে। আমি ইজরায়েলের নাগরিকদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই অভিযান সম্পূর্ণ করব। আমরা জয়ী না-হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'

আরও পড়ুন- হামাস-ফাতাহ বিরোধ: কীভাবে ইজরায়েল তা বাড়িয়ে তুলেছে?

গত ৭ অক্টোবর ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হামাসের জঙ্গিরা মারাত্মক হামলা চালায়। যাতে কমপক্ষে ১,৪০০ ইজরায়েলি নিহত হয়েছেন। হামাসের জঙ্গিরা ২৪০ জন ইজরায়েলিকে পণবন্দিও করেছে। ইজরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমী দেশগুলি সমর্থন করেছে। ২০০৭ সাল থেকে হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। তাদের এখন লক্ষ্য জঙ্গি সংগঠন হামাসকে নির্মূল করা এবং পণবন্দিদের মুক্ত করা। এই অভিযানে ইজরায়েল প্রথমে ব্যাপক বিমান হামলা চালিয়ে পালটা আক্রমণ শুরু করে। তার পর ধীরে ধীরে গত তিন দিন ধরে স্থল আক্রমণ শুরু করেছে। এই সব অভিযানে গাজায় ইতিমধ্যে ৮,০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

israeli-embassy Hamas Israel Palestine Conflict Israel-Palestine clash israel palestine war
Advertisment