Advertisment

Indian-origin student arrested: ক্যাম্পাসেই ইজরাইল বিরোধীতা, আমেরিকায় গ্রেফতার ভারতীয় পড়ুয়া, বহিষ্কার

প্রিন্সটন ইউনিভার্সিটিতে পাঠরত ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্রীকে প্যালেস্তাইন-পন্থী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Achinthya Sivalingan

অচিন্ত্য শিবলিঙ্গন। (ছবির ক্রেডিট: cpree.princeton.edu)

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী। ক্যাম্পাসে ইজরাইল-বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতারের পাশাপাশ বিশ্ববিদ্যালয় থেকে সাসপেণ্ড করা হয়েছে ওই ছাত্রীকে।

Advertisment

প্রিন্সটন ইউনিভার্সিটিতে পাঠরত ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্রীকে প্যালেস্তাইন-পন্থী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্রীকে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা অচিন্ত্য শিবলিঙ্গম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্যালেস্তাইন-পন্থী প্রতিবাদে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষের মুখে পড়েন। পাশাপাশি গ্রেফতার অরা হয়েছে অপর এক পড়ুয়া হাসান সাইদকেও।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেনিফার মরিল বলেছেন, দুই পড়ুয়াকে অনৈতিক কাজকর্মের জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। রিপোর্ট অনুসারে, শিবলিঙ্গম প্রিন্সটনে পাবলিক অ্যাফেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাস্টার্সের ছাত্র এবং সইদ সেখানে পিএইচডি করছিলেন।

Indian student
Advertisment