হোয়াইট হাউসের কাছে ট্রাকের তীব্র সংঘর্ষ, নাৎসি পতাকাসহ গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত যুবক, বিডেনকে হত্যা করার লক্ষ্য? উঠছে প্রশ্ন। ইচ্ছাকৃতভাবে হোয়াইট হাউসের কাছেই একটি পার্কে নিরাপত্তা বেষ্টনি উপেক্ষা করে সজোরে একটি ট্রাক নিয়ে ধাক্কা মারেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক অভিযুক্ত ওই যুবকের নাম সাই বর্ষিথ কান্দুলা। ওই ব্যক্তির কাছ থেকে হিটলারের দলের নাৎসি পতাকা উদ্ধার করা হয়েছে।
মার্কিন সিক্রেট সার্ভিস এবং ‘ইউএস পার্ক পুলিশ জানিয়েছে লাফায়েট পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে একটি ট্রাক ধাক্কা মারে। প্রথমবার ধাক্কার চেষ্টা বানচাল হয় পরে আবারও সিকিউরিটি ব্যারিকেডে ওই যুবক ট্রাক নিয়ে সজোরে ধাক্কা মারেন ওই এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাকচালককে জেরা করা হচ্ছে। গোটা ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’
মিসৌরি থেকে ওই গ্রেফতার করেছে পুলিশ। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে যে সোমবার রাত ১০টা নাগাদ লাফায়েট স্কোয়ারের উত্তর দিকে ট্রাক নিয়ে ওই যুবক সজোরে ধাক্কা মারেন। অভিযুক্তকে ভারতীয় বংশোদ্ভূত সাই বর্ষিত কান্দুলা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার কাছ থেকে পুলিশ হিটলারের দলের নাৎসি পতাকা উদ্ধার করেছে।
সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, ঘটনার ২ প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, যে দুর্ঘটনার পর, কান্দুলা নাৎসি পতাকা নিয়ে ট্রাক থেকে নেমে আসেন এবং পুলিশ ও সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা কাছে আসার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে থাকেন। তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি জানান যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার লক্ষ্যেই এই কাণ্ড ঘটিয়েছেন।
সিক্রেট সার্ভিস একটি বিবৃতিতে বলেছে যে ১৯ বছর বয়সী কান্ডুলা ভার্জিনিয়ার ইউ-হাউল থেকে ট্রাকটি ভাড়া নিয়েছিল ঘটনার এক প্রত্যক্ষদর্শী ক্রিস জাবোজি বলেছেন, চালক অন্তত দুবার ধাক্কার চেষ্টা করেও পারেন নি। তৃতীয় বারের চেষ্টায় তিনি সফল হন।