বাড়িতে বসেই ব্যাঙ্কের সমস্ত সুবিধা এবার পোস্ট অফিসের মাধ্যমে

বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকার জন্য অ্যাকাউন্ট নম্বর মনে রাখার প্রয়োজন নেই। পিনও মনে রাখার দরকার নেই। ডাক বিভাগ জানিয়েছে এই মুহূর্তে এরাজ্যে ২৫ টি আইপিপিবি শাখায় ও ডাক বিভাগের ১২৫ কেন্দ্রে এই পরিষেবা চালু হচ্ছে।

বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকার জন্য অ্যাকাউন্ট নম্বর মনে রাখার প্রয়োজন নেই। পিনও মনে রাখার দরকার নেই। ডাক বিভাগ জানিয়েছে এই মুহূর্তে এরাজ্যে ২৫ টি আইপিপিবি শাখায় ও ডাক বিভাগের ১২৫ কেন্দ্রে এই পরিষেবা চালু হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ravishankar prasad

কলকাতায় মহাজাতি সদনে আইপিপিবির অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এবার ডাককর্মীরা শুধু চিঠি বইবেন না। শনিবার থেকে তাঁরা চলতা-ফিরতা ব্যাংকও হয়ে গেলেন। তাঁদের মাধ্যমেই বাড়িতে বসে ব্যাংকের যাবতীয় কাজ করতে পারবেন গ্রাহকরা। অ্যাকাউন্ট খোলা থেকে টাকা জমা দেওয়া, টাকা তোলা, বাইরে থেকে বাড়িতে টাকা পাঠানো সব হয়ে যাবে নিমেষেই। ডাককর্মীদের কাছে থাকবে অ্যান্ড্রয়েড মোবাইল এবং ডিজিট্যাল ডিভাইস। পোশাকি নাম ইন্ডিয়ান পোষ্ট পেমেন্টস ব্যাংক। কলকাতায় মহাজাতি সদনে আইপিপিবি-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় আইন ও বিচার এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মূল অনুষ্ঠান হয় দিল্লির তালকাটরা স্টেডিয়ামে। সেখানে এই প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisment

গ্রাম-গ্রামান্তরের মানুষকে আর ব্যাকে ছুটে যেতে হবে না। দেশের বহু গ্রামে এখনও ব্যাংকিং পরিষেবা পৌঁছায়নি। তাছাড়া ৮০ দশকের পর থেকেই চিটফান্ডের দাপটে সব হারাতে হয়েছে বাংলা, ওড়িষা, আসাম, উত্তরপ্রদেশসহ দেশের একাংশের মানুষকে। গরীব মানুষের টাকা লুটেছে চিটফান্ড। একের পর গজিয়ে ওঠা বেআইনি অর্থলগ্নী সংস্থা সর্বস্বান্ত করে ছেড়েছে সাধারণ মানুষকে। এবার ঠকানো থেকে কিছুটা রেহাই মিলতে পারে সাধারনের। তাঁদের রক্ষা করতে পারে পোস্ট অফিসের এই ব্যাংকিং পরিষেবা।

কী এই আইপিপিবি? ইন্ডিয়ান পোষ্ট পেমেন্টস ব্যাংক। সাধারণের এই ব্য়াংক সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রিত করবে ডাক বিভাগ। গ্রামের বহু মানুষের এখনও ব্যাংক সম্পর্কে সম্যক ধারণা রয়েছে তাও কিন্তু নয়। এবার পোস্টম্যানরা পৌঁছে যাবেন গ্রাহকের বাড়িতে। নিমেষে খুলে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট। তারপর ডাক বিভাগের এই ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার সমস্ত সুবিধা পাবেন গ্রাহক। বিদ্য়ুৎ, জল, গ্যাসের বিল জমা, মানি ট্রান্সফার সহজ সম্ভব এর মাধ্যমে। বায়োমেট্রিক অথেন্টিকেশন থাকার জন্য় অ্যাকাউন্ট নম্বর মনে রাখার প্রয়োজন নেই। পিনও মনে রাখার দরকার নেই। ডাক বিভাগ জানিয়েছে এই মুহূর্তে এরাজ্যে ২৫ টি আইপিপিবি শাখায় ও ডাক বিভাগের ১২৫ কেন্দ্রে এই পরিষেবা চালু হচ্ছে। ডিসেম্বর মাসে রাজ্যের বাকি ৮৬৪৩ টি পোস্ট অফিসে কাজ শুরু হবে।

Advertisment

দিল্লির তালকোটরায় আইপিপিবির উদ্বোধনে নরেন্দ্র মোদি ব্যাঙ্কিং জালিয়াতি সরাসরি  কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, স্বাধীনতা থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে সেখানে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র ৬ সালে ঋণ দেওয়ার পরিমাণ ৫২ লক্ষ কোটি টাকা। ঋণখেলাপী সত্ত্বেও এক ফোনেই ঋণ পাস হয়ে যেত। যার পুরো মদতদাতা ছিল কংগ্রেস। যাদের হাতে দলের ক্ষমতা ছিল তারাই এই কাজ করে গিয়েছে ৬ বছর। তারা চেয়েছিল এরপর নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে বিপাকে পড়ুক।’’ তবে পোস্ট ব্যাঙ্কিং নিয়ে মোদির ধারণা এর ফলে ডিজিট্য়াল পরিষেবা বাড়বে। দেশের ডিজিট্য়াল ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তাছাড়া ডাক বিভাগ যে টেকনোলজির কাছে চ্য্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, সেই টেকনোলজির ওপর ভর করেই এই আইপিপিবি এগিয়ে যাবে।

এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, পোস্ট অফিসে অর্ডার দিলে পাওয়া যায় গঙ্গোত্রী ও হৃষিকেশের গঙ্গাজল। এত দিন নানা ধরনের পরিষেবা দিয়ে এসেছে ডাক বিভাগ। এবার সরাসরি গ্রাহকের বাড়ি গিয়ে ব্যযাংকিং পরিষেবা দেবেন ডাক বিভাগের কর্মীরা। গরীব মানুষ এতে উপকৃত হবেন। দেশে অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লব ঘটবে।’’

CONGRESS PM Narendra Modi