মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা। কিশোরীকে যৌন হেনস্থার দায়ে ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন ধর্মযাজককে ৬ বছরের কারাদণ্ড দিল আদালত। স্থানীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, দক্ষিণ ডাকোটার র্যাপিড সিটি চার্চে ১৩ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার দায়ে কারাদণ্ড হল ৩৮ বছরের জন প্রভিনের।
প্রভিনের আইনজীবী শুক্রবার আদালতে তাঁর মক্কেলের জন্য ১ বছরের সাজা প্রার্থনা করেছিলেন। বিচারক স্টিভেন ম্যান্ডেল বলেন প্রভিন যে অপরাধ প্রভিন করেছে, তার জন্য ১ বছরের জেল যথেষ্ট নয়।
ইতিমধ্যে ১৭৮ দিন জেলে কাটিয়ে দেওয়ার ফলে ৬ বছরের সাজার সময় থেকে ওই সংখ্যক দিন বাদ যাবে। তিন বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন।
আরও পড়ুন, ফের জামিন নাকচ নীরব মোদীর
১৬ বছরের কম বয়সের এক কিশোরীর সঙ্গে যৌন সংসর্গের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।
২০১৭ সালের ডিসেম্বর মাসে র্যাপিড সিটি ডায়োসিসে যোগ দেন প্রভিন। নিজের কৃত কর্মের জন্য তিনি অনুতপ্ত, আদালত কে জানিয়েছেন প্রভিন। “নিগৃহীতার পরিবারের কাছে আমি ক্ষমা চেয়েছি নিজের কাজের জন্য”, জানিয়েছেন প্রভিন। শুধু দুঃখ প্রকাশ যে যথেষ্ট নয়, তাও জানিয়েছেন তিনি। বলেছেন সুযোগ থাকলে, যা করেছেন, তা ফিরিয়ে নেবেন। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেই প্রতিশ্রুতি দিয়েছেন প্রভিন।