ডবল ডেকার বাসে কথা সকলেরই প্রায় জানা। এবার ডবল ডেকার ট্রেন আসতে চলেছে! হ্যাঁ এমনই অভিনব ভাবনা করেছে ভারতীয় রেল। যার একতলায় থাকবে পণ্য। দ্বিতীয় তলে বসবেন যাত্রীরা। দ্বিতল ট্রেনের দেখা আগেও মিলেছে। তবে তা সেই ভাবে জনপ্রিয় হয়নি। এদিকে পণ্য পরিবহণের ক্ষেত্রে লাইনজনিত সমস্যায় ভুগতে হয় প্রতিনিয়তই।
এই পরিকল্পনা কার্যকর হলে দু’টি সমস্যারই সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেবল পরিকল্পনা করেই থেমে থাকেনি। সূত্রের খবর রীতিমত কাজও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, তৈরি হবে ২০টি বগি। এই বগিগুলি দিয়ে ২টি দোতলা ট্রেন চালানো হবে। রেলেরই কোনও কারখানায় তৈরি হবে বগিগুলি। বানাতে খরচ পড়বে ১৬০ কোটি টাকা। আপাতত নির্দিষ্ট রুটেই চলাচল করবে দোতলা ট্রেনগুলি। ঠিক কেমন হবে ট্রেনগুলি?
জানা যাচ্ছে, সর্বোচ্চ ৭২ জন যাত্রী বসতে পারবেন তাতে। পণ্য থাকবে সব মিলিয়ে ৪-৫ টন। এই মুহূর্তে দেশে ৬ জোড়া দোতলা ট্রেন চলে। আগে সংখ্যাটা আরও বেশি ছিল। কিন্তু সেই ভাবে জনপ্রিয় না হওয়ায় একে একে তুলে নেওয়া হয়েছে ট্রেনগুলি। নতুন ধরনের এই ট্রেন চালু হলে তা জনপ্রিয়তা পেতে পারে বলে মনে করা হচ্ছে।
গত দু’বছরে রেল মন্ত্রক পণ্য পরিবহণের বিষয়ে আলাদা করে নজর রেখেছে। করোনা কালে বিভিন্ন সময়ে লকডাউন কিংবা কারফিউয়ের ধাক্কায় যাত্রীসংখ্যা কমেছে। সেই জায়গায় রেলকে লাভের মুখ দেখিয়েছে পণ্য পরিবহণই। ২০২২-২৩ সালে ১ হাজার ৪৭৫ মিলিয়ন টন পণ্য পরিবহণের লক্ষ্যমাত্রা রেখেছে রেল। যা বর্তমান অর্থবর্ষের থেকে ৫ শতাংশ বেশি। এর ফলে রেলের রোজগার হতে পারে ১ কোটি ৬৫ লক্ষ কোটি টাকা। পণ্য পরিবহণকে এগিয়ে নিয়ে যেতেই পরিকল্পনা করা হল দোতলা ট্রেনেরও।