লকডাউনে বন্ধ হয়ে দেশের রেলপথ। এদিকে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মাধ্যমকে ঘিরে তৈরি হয়েছে দ্বিমত। লকডাউন উঠলে যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ চালু করতে শুরু করেছে, খবরে উঠে আসা এমন বিবৃতি অস্বীকার করল ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, "এই বিষয়টি আমরা সকলের কাছে জানাচ্ছি যে রিপোর্টে যা লেখা ছিল তা ভ্রান্ত। রেলমন্ত্রকের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি।"
রেল মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে দেশ যখন ভয়ঙ্কর এই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে সেই সময় সংবাদমাধ্যমে রেল সংক্রান্ত এমন ভ্রান্ত অনুমান মানুষকে বিভ্রান্ত করে তোলে। তবে তাঁরা এও জানান যে এই পর্যায়ে রেল যাত্রার বিষয়গুলি নিয়ে এখনই কিছু ঠিক করছেন না তাঁরা। পরবর্তীতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই সম্ভাব্য সিদ্ধান্ত নেবে রেল। বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে গুজব এবং বিভ্রান্তিমূলক খবর না ছড়ানোর অনুরোধও জানিয়েছে।
দেশের এই কঠিন সময়ে রেলের তরফে বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় জানান হয় যে, "সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে এবং কখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে অবহিত করা হবে।" প্রসঙ্গত, দেশব্যাপী লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে কোভিড-১৯ ভাইরাস রুখতে সমস্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মোদী সরকার।
তবে লকডাউন পরবর্তী কি হবে তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রেলের তরফেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। শ্রমিকদের বাড়ি ফেরানো, কোনও সীমিত প্রয়োজনে বিশেষ কোনও ট্রেনের প্রয়োজন আছে কি না তাও জানতে চাওয়া হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন