পরিবেশ সচেতনতা নিয়ে প্রচার যখন সাফল্যের মুখ দেখেনি। স্টেশন অথবা কামরা, যত্রতত্র প্লাস্টিকের বোতল। সর্বত্র দেখা যাওয়া এ ছবির বদল ঘটাতে এবার নগদের টোপ ফেলল ভারতীয় রেল। যথাস্থানে প্লাস্টিক বোতল ফেললেই ৫ টাকা ক্যাশব্যাক। গুজরাটের ভদোদরা রেলস্টেশনে এই পদ্ধতি চালু হয়েছে। ওই মেশিনে মোবাইল নম্বর রেজিস্টার করিয়ে প্লাস্টিকের বোতল বা অন্য সামগ্রী ফেললে ৫ টাকা ঢুকে পড়বে আপনার অ্যাকাউন্টে। তবে সে জন্য অবশ্য পেটিএম অ্যাকাউন্ট রাখা আবশ্যক। ক্যাশব্যাক ঘটবে কেবল পেটিএমে।
রেলযাত্রীদের প্লাস্টিকের ব্যবহার যাতে কম করতে হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। আখের ছিবড়ে দিয়ে বানানো হচ্ছে খাবার পরিবেশনের সামগ্রী। ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষে আইআরসিটিসি রাজধানী, শতাব্দী এক্সপ্রেসসহ মোট ৮টি ট্রেনে পরীক্ষামূলকভাবে এ ধরনের বায়োডিগ্রেবেল সামগ্রী ব্যবহার শুরু করেছে।
আগামী কয়েক মাসের মধ্যে ভারতীয় রেল রাজধানী, শতাব্দী ও দুরন্ত ট্রেনগুলিতে মালপত্র বহনের ক্ষেত্রে বিমানযাত্রার মতো নিয়মাবলী চালু করতেচলেছে।
মঙ্গলবার রেলের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত মাল ব্যবহারের জন্য ৬ গুণ অতিরিক্ত টাকা লাগবে। যাত্রীরা যে ট্রেনে চড়ছেন সেই ট্রেন ছাড়ার অন্তত আধঘণ্টা আগে মালপত্র বুকিংয়ের নির্দিষ্ট জায়গায় দাখিল করতে হবে। যাত্রীরা টিকিট বুক করার সময়েই তাঁদের মালপত্র বুক করতে পারবেন।