প্লাস্টিক দূষণ রোধে বড়ো পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। আগামী ২ অক্টোবরের মধ্যে প্ল্যাটফর্ম, প্যান্ট্রি কার, ট্রেনের ভেতরে-বাইরে, স্টেশন চত্ত্বরে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ জারি করেছে ভারতীয় রেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েই ভারতীয় রেল এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন থেকেই স্টেশন চত্ত্বর এবং ট্রেনের ভেতরে-বাইরে ৫০ মাইক্রনের কম পুরু সমস্ত প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রেল মন্ত্রক।
আরও পড়ুন, দেশের ১৬ জন ডিএম-কে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সেলেন্স ইন গভরন্যান্স’ সম্মান
স্টেশন চত্ত্বরে ভেন্ডররা প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। রেলের সমস্ত কর্মীকেও প্লস্টিকজাত সমস্ত পণ্যের ব্যবহার কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে সস্তার পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, এনডিটিভি, প্রণয় রায়ের বিরুদ্ধে নয়া এফআইআর সিবিআইয়ের
প্লাস্টিক মুক্ত রেলের লক্ষ্যে আইআরসিটিসি-র তরফে পানীয় জলের বোতল চালু করা হবে বলেও জানা যাচ্ছে। যত্র তত্র প্লাস্টিকের বোতল ফেলে রেখে পরিবেশকে দূষিত করতেন যাত্রীরাই।