Advertisment

খুনের হুমকি প্রাক্তন NCB কর্তাকে, অভিযোগ দায়ের সমীর ওয়াংখেড়ের

সোমবার ওয়াংখেড়েকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
eath threat, Narcotics Control Bureau NCB, Sameer Wankhede"

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন।

প্রাক্তন NCB জোনাল চিফ সমীর ওয়াংখেড়েকে প্রাণনাশের হুমকি!  শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে লাইমলাইটে আসেন সমীর ওয়াংখেড়ে। বর্তমানে তিনি চেন্নাইয়ে কর্মরত। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশি মৌলবাদীদের কাছ থেকে তিনি এই হুমকি ফোন পেয়েছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisment

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন। তাকে এই হুমকি দিয়েছে বাংলাদেশি মৌলবাদীরা। হুমকি পাওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোমবার ওয়াংখেড়েকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

এর পরে তিনি মুম্বই পুলিশ কমিশনার এবং গোরেগাঁও থানায় একটি ইমেল পাঠিয়ে হুমকির কথা জানান। ওই আধিকারিক বলেন যে গোরেগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সমীর ওয়াংখেড়ে একজন আইআরএস অফিসার। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করে লাইমলাইটে আসেন তিনি। বর্তমানে তিনি চেন্নাইয়ে কর্মরত রয়েছেন।

যে সময়ে তিনি এই পুরো বিষয়টির তদন্ত করছিলেন, তখন তিনি NCB-তে জোনাল চিফ ছিলেন। ওয়াংখেড়েকে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর জোনাল ডিরেক্টর করা হয়। পরে তার বিরুদ্ধে এই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে ওয়াংখেড়ে, চার অভিযুক্তের সঙ্গে আরিয়ান খানকে জেল থেকে বের করার জন্য ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে কার্ডেলিয়া ক্রুজ ড্রাগ মামলায় গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে মাদক পাওয়া গেছে বলেই অভিযোগ।

Sameer Wankhede
Advertisment