ডলার পিছু আরও ৪৩ পয়সা কমল টাকার দাম। মার্কিন ডলারের দাম বিপুল হারে বাড়তে থাকায় বৃহস্পতিবার সকালে ভারতীয় টাকার দাম পড়ে দাঁড়ায় ডলার পিছু ৭০ টাকা ৩২ পয়সা। সপ্তাহের শুরু থেকেই ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ পড়ছিল। সর্বকালীন পতনের রেকর্ড হল বৃহস্পতিবার।
বিশেষজ্ঞরা বলছেন এক দিকে মার্কিন ডলারের দাম ক্রমশ বাড়ছে যেমন, তার পাশাপাশি রয়েছে তুরস্কের আর্থিক সঙ্কট। এই দুইয়ের মিলিত প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতির বাজারের ওপর। ফলস্বরূপ ভারতের (এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতেও) অর্থনীতির বাজারেও যথেষ্ট প্রভাব পড়ছে। সম্প্রতি তুরস্কের মুদ্রা লিরার দাম কমেছে প্রায় ৪০ শতাংশ।
ভারতের বাজারে NSE Nifty ৫৮.১৫ পয়েন্ট পড়ে ১১,৪০০-এর নীচে নেমে আসায় কপালে ভাঁজ পড়েছে দেশের শিল্পপতি-বিনিয়োগকারীদের। ইতিমধ্যে লোকসানের কবলে পড়েছে উইপ্রো, টাটা স্টিল, বেদান্ত, আদানি, ইয়েস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, HDFC, ICICI BANK-এর মতো সংস্থা।
দিন দুয়েক আগেই টাকার মূল্য হ্রাস পাওয়া নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাহুল গান্ধী। মোদীকে কটাক্ষ করে লিখেছিলেন, ভারতীয় টাকাও নিশ্চয়ই প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারিয়ে ফেলছে।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট বলছে কারেন্ট অ্যাকাউন্ট এবং ট্রেড, এই দুই ক্ষেত্রেই ডেফিসিট ক্রমশ বাড়ছে ভারতে। ট্রেড ডেফিসিট পাঁচ বছরের মধ্যে এখনই সর্বোচ্চে পর্যায় পৌঁছেছে। বাণিজ্যে এখন প্রায় ১,৮০০ কোটি মার্কিন ডলারের ঘাটতি রয়েছে।