Advertisment

Indian students in US: মাসখানেক নিখোঁজ থাকার পর উদ্ধার মৃতদেহ, ফের মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যু, বিস্ফোরক দাবি বাবার

এক সপ্তাহের মধ্যে আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammed Abdul Arfath dead

মোহাম্মদ আব্দুল আরফাথ (টুইটার/@ইন্ডিয়াইননিউইয়র্ক)

আরও এক ভারতীয় ছাত্রের মৃত্যু, গত মাস থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওই ছাত্রের বাবার দাবি- 'ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল'।

Advertisment

এক সপ্তাহের মধ্যে আমেরিকায় ভারতীয় ছাত্রের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। কিছুদিন ধরে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রদের মৃত্যুর একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে।

গত মাস থেকে আমেরিকায় নিখোঁজ ছিলেন ২৫ বছর বয়সী এক ভারতীয় ছাত্র। বেশ কিছুদিন নিখোঁজ থাকার অবশেষে আমেরিকার ক্লিভল্যান্ড থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই ভারতীয় পড়ুয়াকে। সম্প্রতি মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রদের মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এক সপ্তাহের মধ্যে ভারতীয় ছাত্রের মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।

সংবাদ সংস্থা পিটিআই-জানিয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আবদুল আরফাত গত বছরের মে মাসে ক্লিভল্যান্ড ইউনিভার্সিটি থেকে আইটি (তথ্য প্রযুক্তি) বিষয়ে মাস্টার্স করতে আমেরিকায় এসেছিলেন।

নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। কনস্যুলেট আরাফাতের পরিবারের প্রতি "গভীর সমবেদনা" প্রকাশ করেছে। সেই সঙ্গে ছাত্র মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে।

কনস্যুলেট জানিয়েছে, 'আমরা তার মরদেহ ভারতে নিয়ে যাওয়ার জন্য শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করছি।'

আরাফাতের বাবা মহাম্মদ সেলিম জানান, গত ৭ মার্চ আরাফাত তার সঙ্গে শেষ কথা বলেছিলেন তিনি এবং তারপর থেকে তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি জানান, তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আরাফাতের রুমমেট তার বাবাকে জানিয়েছিলেন যে তিনি ক্লিভল্যান্ড পুলিশের তাঁর একটি মিসিং ডায়েরি করেন। ১৯ মার্চ আরাফাতের পরিবার এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি ফোন পায়। যাতে সন্তানের মুক্তির বিনিময়ে মুক্তিপন দাবি করা হয়েছে বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। তাকে অপহরণ করা হয়েছে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। তার 'মুক্তির' জন্য ১২০০ মার্কিন ডলার দাবি করেছিল।

Indian student dead
Advertisment