আমেরিকার ইন্ডিয়ান প্রদেশের জিমে দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় ছাত্র বরুণ রাজ পুচা। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভারতীয় ওই ছাত্র। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না। বুধবার মৃত্যু হয়েছে তাঁর। তেলেঙ্গানার বাসিন্দা বরুণ কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল পড়াশোনা করছিল ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে।
ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্রের মৃত্যুর ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ছুরিকাঘাত হয়ে দিন কয়েক আগেই ওই ভারতীয় ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় ছাত্রের ওপর নৃশংস হামলায় এর আগেই সরব হয় আমেরিকা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন্ডিয়ানা প্রদেশে জিমে ভারতীয় ছাত্র পি বরুণ রাজ পুচার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর থেকেই পি বরুণের অবস্থার অবনতি হয় বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। অবশেষে মৃত্যু হয় এই কৃতী ভারতীয় ছাত্রের।
ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে “ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার মৃত্যুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিবার তার এক সদস্যকে হারাল। বরুণের পরিবার এবং বন্ধুদের প্রতি রইল আমাদের আন্তরিক প্রার্থনা। তাদের এই ভয়ংকর ক্ষতির জন্য শোক প্রকাশ করছি।”
আরও পড়ুন : < নিয়মের গেরো! EWS ক্যাটাগরিতে অধ্যাপক নিয়োগে চরম ফাঁপড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় >
তেলেঙ্গানার বাসিন্দা, পি বরুণ রাজ পুচা একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র। কিছুদিন আগে জিমে গিয়ে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম হন তিনি। জর্ডান অ্যান্ড্রেড নামে এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত জর্ডান আন্দ্রাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দ্রেদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আন্দ্রে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বরুণের জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।