Advertisment

Indian American Family Death: ক্যালিফোর্নিয়ায় মৃত্যু ৪ ভারতীয়র, বেডরুম থেকে উদ্ধার যমজ সন্তানের নিথর দেহ

বাথরুমের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Meta engineer Anand Sujith Henry and his wife Alice Benziger. (Facebook/Alice Benziger)

প্রাক্তন মেটা ইঞ্জিনিয়ার আনন্দ সুজিত হেনরি এবং তাঁর স্ত্রী অ্যালিস বেনজিগার। (ফেসবুক/এলিস বেনজিগার)

ক্যালিফোর্নিয়ায় মৃত্যু চার ভারতীয়ের। বেডরুম থেকে উদ্ধার করা হয়েছে যমজ সন্তানের মৃতদেহ। বাথরুম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে মার্কিন পুলিশ।

Advertisment

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একই পরিবারের চার জনের মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়েছে চূড়ান্ত চাঞ্চল্য। মৃতদেহ মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী এবং তাদের দুই চার বছরের যমজ সন্তান। এই ঘটনাটি খুন নাকি আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, নিহতরা সকলেই কেরলের বাসিন্দা। ঘটনাটি সোমবার (১২ ফেব্রুয়ারি) সান মাতেওতে ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক দিন ধরে পরিবারের কাউকেই দেখতে না পড়শিরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে চারজনের মৃতদেহ।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় খুনের মামলা রুজু করা হলেও, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ সবদিক খোলা রেখে তদন্ত শুরু করেছে। আদালতের রেকর্ড অনুসারে স্বামী-স্ত্রী'র মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। শিশুদের দেহে গুলির কোন চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পরই তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

বাথরুমের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে একটি ৯ এমএম পিস্তল এবং একটি লোডড ম্যাগাজিন পাওয়া গেছে। তদন্তে পুলিশ জানিয়েছে, প্রাক্তন মেটা ইঞ্জিনিয়ার আনন্দ সুজিত হেনরি তার দুই নাবালক সন্তানকে খুন করে এবং তার স্ত্রী অ্যালিস কে একাধিকবার গুলি করা হয়েছে।

USA Murder
Advertisment