জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা ওই পর্যটকের নাম অভিজিৎ রতন হাজারে। এক ভুটানিজ টিম লিডারের নেতৃত্বে ১৫-সদস্যের একটি বাইকিং দলের সঙ্গে ভুটান সফরে যান তিনি। দলটি দোচুলা পৌঁছে নিজেদের বাইকগুলির জন্য পার্কিংয়ের জায়গা খোঁজার সময় ঘটে ওই ঘটনা। টুইট করে ‘দ্য ভুটানিজ’ জানিয়েছে যে দলনেতা এই ঘটনা সম্পর্কে কিছু জানতেন না। আপাতত হাজারের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে রয়্যাল ভুটানিজ পুলিশ, এবং শুরু হয়েছে ঘটনার তদন্ত। তদন্ত শেষ হওয়া পর্যন্ত হাজারে হোটেলেই থাকার অনুমতি পেয়েছেন।

হাজারেকে মই বেয়ে চর্টেনে উঠতে সাহায্য করেন জাম্ভে নাম স্থানীয় এক কাঠমিস্ত্রি, যিনি চর্টেনের মেরামতির কাজে নিযুক্ত ছিলেন। চর্টেনের ওপরে উঠে ছবির জন্য পোজ দেন হাজারে। এরপর ছবি তোলান জাম্ভেও। আপাতত তাঁর খোঁজ চালাচ্ছে ভুটানের পুলিশ।