Advertisment

আনন্দের মাঝেই ঘনিয়ে এল বিপদ! বিলাসবহুল ক্রুজ থেকে নিখোঁজ ভারতীয় মহিলা, বিদেশে তোলপাড়

ভারতীয় হাইকমিশন কী জানাচ্ছে এই বিষয়ে?

author-image
IE Bangla Web Desk
New Update
Indian women missing in Singapore, indian woman on Singapore cruise, Indian woman on Royal Caribbean Cruise, son of missing Indian woman, Indians living abroad

সোমবার (৩১ জুলাই) মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপ রাজ্য পেনাঙ্গ থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় মাঝ সমুদ্রে বিলাসবহুল ক্রুজ থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান এক ভারতীয় মহিলা। জানা গিয়েছে স্বামীর সঙ্গে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আওয়ার সময় এক বিলাসবহুল ক্রুজ জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন ওই ভারতীয় মহিলা। মহিলার নাম রিতা সাহনি। যদিও তাঁর ছেলে এক ট্যুইটার পোস্টে দাবি করেছেন ‘মৃত্যু হয়েছে মা’র’। রিতা সাহনির ছেলে বিবেক সাহনি স্পেকট্রাম অফ দ্য সিস ক্রুজের সিসিটিভি দেখার পর বলেন, "ফুটেজ দেখে আমরা দুর্ভাগ্যবশত জানতে পেরেছি যে মা আর নেই।"

Advertisment

বিবেকের মা রীতা সাহনি এবং বাবা জকেশ সাহনি স্পেকট্রাম অফ দ্য সিস-এ ছিলেন। এর আগে, দম্পতির আরেক ছেলে অপূর্ব সাহনি সোমবার জানিয়েছিলেন যে তার মা সাঁতার জানেন না। একই সঙ্গে মঙ্গলবার (১ আগস্ট) সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ওই মহিলার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা।

সোমবার ঘটনাটি ঘটে যখন রিতা (৬৪) এবং জকেশ (৭০) স্পেকট্রাম অফ দ্য সিস চড়ে পেনাঙ্গ থেকে সিঙ্গাপুর ফিরছিলেন। সোমবার ছিল বৃদ্ধ দম্পতির চার দিনের ক্রুজ ভ্রমণের শেষ দিন। জানা গিয়েছে কোনভাবে ক্রুজ জাহাজ থেকে ওই মহিলা পড়ে যান।

ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় বলেছে যে দুর্ভাগ্যজনক ঘটনার খবর পাওয়ার পর সাহনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে হাইকমিশন। হাইকমিশন বলেছে, "আমরা এই কঠিন সময়ে পরিবারকে সব ধরনের সাহায্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" সোমবার যখন জকেশ ঘুম থেকে ওঠেন, তখন তিনি তার স্ত্রীকে তাঁর ঘরে দেখতে পান নি।ক্রুজে কোথাও স্ত্রী’কে খুঁজে না পেয়ে তিনি জাহাজের ক্রুদের বিষয়টি জানান, তারাই জকেশকে জানিয়েছেন, যে জাহাজ সিঙ্গাপুর প্রণালীতে কেউ একজন পড়ে যান।

Singapore
Advertisment