রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক।
ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি সামনে এসেছে। বিদেশ মন্ত্রক বলেছে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের ফিরিয়ে আনাই বিদেশ মন্ত্রকের অগ্রাধিকার। ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের মিসাইল হানায় এক ভারতীয় নিহত হওয়ার পরই বিদেশমন্ত্রকের তরফে এই বিবৃতি সামনে এসেছে।
বিদেশ মন্ত্রক রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে 'আমরা এ ধরনের প্রতিটি ঘটনার ওপর নজর রাখছি'। মস্কোর ভারতীয় দূতাবাস রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরেছে। যত তাড়াতাড়ি সম্ভব রুশ সেনাবাহিনীতে মোতায়েন ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে।
শুক্রবার, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, "আমরা সচেতন যে কয়েকজন ভারতীয় নাগরিক রুশ সেনাবাহিনীতে হেল্পার হিসাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। আমরা সকল ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি"।
রুশ সরকারের চাকরির প্রলোভনে পা দিচ্ছেন ভারতীয় তরুণরা? এই বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই বিষয়ে এক বিবৃতিও জারি করেছে বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন : < Gyanvapi Case: জ্ঞানবাপী মসজিদে পুজো চলবে, এলাহাবাদ হাইকোর্টে বড় ধাক্কা মুসলিম পক্ষের >
বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে, 'মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে এই ধরনের প্রতিটি ঘটনার তথ্য দেওয়া হয়েছে। দূতাবাস রুশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছে। ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে রুশ দূতাবাসের কাছেও বিষয়টি তুলে ধরেছে। বিদেশ মন্ত্রক বলেছে, 'আমরা এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখছি এবং রুশ সরকারের সঙ্গে যোগাযোগ করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে সরিয়ে নেওয়া যায়।'