দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ। আক্রান্ত তিনজনের মধ্যে রয়েছে মাস ছ’য়েকের একটি শিশুও। আপাতত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুটি। কোভিড আক্রান্ত বাকি দু’জনের চিকিৎসা চলছে শহরে দু’টি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই তিন কোভিড আক্রান্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তিনজন করোনার জেএন. ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করা হবে।
আশঙ্কাটা বাড়ছিল কিছুদিন ধরেই। এবার সেই আশঙ্কাই হল সত্যি। আবারও বাংলায় ঢুকে পড়ল করোনা। এবার কলকাতার তিনজনের শরীরে মিলল করোনাভাইরাস। দেশে আবার মাথাচাড়া দিচ্ছে ভয়াল করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সাড়ে তিনশোরও বেশি কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে।
শুক্রবার ভারতের সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩ হাজার। কেরলে নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডেটা অনুসারে
অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬৬৯ থেকে একলাফে বেড়ে হয়েছে ২৯৯৭। করোনায় আক্রান্ত হয়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩৩,৩২৮ এ পৌঁছেছে। মৃত্যুর হার ১.১৮ শতাংশে রেকর্ড করা হয়েছে।
১০ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও বেড়েছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা। এই সকল রাজ্যের মধ্যে রয়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ এবং পুদুচেরি।
সরকার কোভিড ১৯-এর এই বাড়বাড়ন্তের কারণে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। কেন্দ্র সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক পরার পরামর্শ জারি করেছে। কমরোবিডিটিযুক্ত লোকদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সারা দেশে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং কোভিডের নয়া স্ট্রেনের বিরুদ্ধে সতর্ক থাকার ওপর জোর দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন. ১-এর জেরে বাড়ছে সংক্রমণ। আবারও বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে নতুন করে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে রয়েছে। যদিও এখনও পর্যন্ত নয়া এই ভ্যারিয়েন্টকে প্রাণঘাতী বলা যাচ্ছে না। তবে পরিস্থির দিকে সতর্কভাবেই নজর রাখা হচ্ছে।