Advertisment

India Maldives Relations: ভারত বয়কটের ডাকে পর্যটন খাতে গভীর প্রভাব, গর্জে উঠেও সুর নরম মালদ্বীপের

ভারত-মালদ্বীপ সম্পর্কের তিক্ততার মাঝেই ভারতের কাছে ক্ষমা চেয়েছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Maldivian President"," Mohamed Nasheed former Maldives President"," ex Maldives President Mohamed Nasheed"," Former Maldivian President apologises over row",

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ দু'দেশের কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে 'ভারতের বয়কট' আহ্বানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

'ভারত বয়কট পর্যটনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে'। ভারত-মালদ্বীপ সম্পর্কের তিক্ততার মাঝেই ভারতের কাছে ক্ষমা চেয়েছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট।

Advertisment

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ দু'দেশের কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে 'ভারতের বয়কট' আহ্বানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মালদ্বীপের তরফে ভারতের কাছে এই ইস্যুতে ক্ষমাও চেয়েছেন।

মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ সম্প্রতি ভারত সফরে রয়েছেন। এই সময় তিনি দু'দেশের মধ্যেই কূটনৈতিক দ্বন্ধের জন্য মালদ্বীপের জনগণের তরফে ভারতের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভারতীয় পর্যটকদের আবার মালদ্বীপে ভ্রমণের আহ্বান জানিয়েছেন। ভারত বয়কটের প্রভাব সম্পর্কে কথা বলতে গিয়ে নাশিদ বলেছিলেন যে 'এর ফলে মালদ্বীপে খুব খারাপ প্রভাব পড়ছে। আমি এই নিয়ে খুবই চিন্তিত'।

পাশাপাশি তিনি বলেছন, 'আমি বলতে চাই যে মালদ্বীপের জনগণ এর জন্য দুঃখিত। ভারতের সঙ্গে এমন আচরণের জন্য আমরা দুঃখিত। আমরা চাই ভারতীয়রা তাদের ছুটি কাটাতে মালদ্বীপে আসুন এবং আমাদের আতিথেয়তায় কোন বদল ঘটবে না'।
একই সঙ্গে তিনি এও বলেছেন, "আমি মনে করি এই বিষয়গুলি সমাধান করা উচিত এবং আমাদের স্বাভাবিক সম্পর্কে ফিরে যাওয়া উচিত"।

মালদ্বীপ ও চিনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে নাশিদ বলেন, 'এটাকে প্রতিরক্ষা চুক্তি বলে আমি মনে করি না। আমি মনে করি মুইজু কিছু সরঞ্জাম কিনতে চেয়েছিল, প্রধানত রাবার বুলেট এবং টিয়ার গ্যাস'। ভারত ও মালদ্বীপের মধ্যে চলমান কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে, মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহাম্মদ নাশিদ শুক্রবার মালদ্বীপে ভারতের বয়কট ডাক কীভাবে দেশের পর্যটন খাতে প্রভাব ফেলেছে সে সম্পর্কে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মালদ্বীপের জনগণের পক্ষে ভারতের কাছে ক্ষমাও চেয়েছেন।

আরও পড়ুন: < Premium: অন্ধত্ব থামাতে পারেনি সবিতার লড়াইকে, চলার পথে লাখো মানুষের ভরসা এই দৃষ্টিহীন তরুণী >

প্রাক্তন প্রেসিডেন্ট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, "আমি গতকাল রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী মোদী আমাদের সকলের জন্য মঙ্গল কামনা করেছেন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অন্ধ ভক্ত'।

নাশিদ ডর্নিয়ার ফ্লাইট এবং হেলিকপ্টার নিয়ে আলোচনা বন্ধ করার জন্য রাষ্ট্রপতি মোহামেদ মুইজ্জুকেও আহ্বান জানিয়ে বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক মুইজ্জু এই আলোচনা করেছেন। আমি তাকে দয়া করে ডর্নিয়ার ফ্লাইট এবং হেলিকপ্টার নিয়ে আলোচনা বন্ধ করার জন্য আহ্বান জানাব"।

India modi Maldives
Advertisment