চোখ কপালে তোলার মতো সমীক্ষার রিপোর্ট সামনে এল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের ৬ গুণ বেশি হতে পারে। বৃহস্পতিবার সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে এসেছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে দেশে তাণ্ডব চালিয়েছিল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সেই সময়ের মধ্যে মৃত্যু বেড়েছিল ৭১ শতাংশ। আনুমানিক ২৭ লক্ষ মৃত্যুর ঘটনা ঘটেছে গত বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে। গবেষণায় উঠে এসেছে, যে ভারতে করোনায় বহু মৃত্যুর ঘটনা গ্রামীণ এলাকাগুলিতে ঘটেছে। অনেক ক্ষেত্রেই মৃত্যুর প্রকৃত কারণ নথিবদ্ধ করা হচ্ছে না।
সেই মৃত্যুগুলি ঠিক কী কারণে ঘটছে, তার ডাক্তারি পরীক্ষাও হচ্ছে না। স্বাভাবিকভাবেই দেশে করোনায় প্রকৃত মৃত্যুর হিসেবে মিলছে না। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের ডাঃ প্রভাত ঝা এবং ডার্টমাউথ কলেজের অর্থনীতি বিভাগের ডক্টর পল নোভোসাড সহ ভারত, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা এই সমীক্ষার দায়িত্বে ছিলেন। গবেষণায় ১ লক্ষ ৪০ হাজার জনের থেকে ফোনে তথ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন- কোভিডের তৃতীয় ঢেউয়ে তোলপাড় দেশ, একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজারেরও বেশি
এদিকে, করোনার তৃতীয় ধাক্কায় কার্যত লন্ডভণ্ড দশা গোটা দেশের। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। দেশে এই মুহূর্তে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭২ হাজার ১৬৯।
গতকাল পর্যন্ত ৩ কোটি ৪৪ লক্ষ ১২ হাজার ৭৪০ জন করোনামুক্ত হয়েছেন। দেশে এই মুহুর্তে করোনা পজিটিভিটি রেট বেড়ে ৯.২৮ শতাংশ। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩। গতকাল পর্যন্ত ১৫০ কোটিরও করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
Read full story in English