scorecardresearch

কোভিড টিকায় বেঁচেছে ৩৪ লক্ষ প্রাণ, স্ট্যানফোর্ডের রিপোর্ট উল্লেখ করে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘লকডাউনের সিদ্ধান্ত ছিল গুরুত্বপূর্ণ’ : রিপোর্টে উল্লেখ

nasal vaccine bharat biotech, nasal vaccine cowin, vaccine india, covid vaccine india, covid cases, india, intranasal vaccine approves, bharat biotect, indian express, indian exptrerss news

ভারতের টিকাদান কর্মসূচি ও লকডাউন প্রাণ বাঁচিয়েছিল কোটি কোটি মানুষের, দাবি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে। ভারত করোনা টিকা অভিযান ৩৪ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- ৮০ কোটি মানুষকে কোভিড কালে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করার পাশাপাশি, ৪০ লাখ শ্রমিককে নতুন করে কাজের সুযোগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া শুক্রবার বলেছেন যে ভারত করোনার সময় যে টিকা অভিযান চালিয়েছে তার ফলেই প্রাণে বেঁচেছেন ৩৪ লক্ষ মানুষ। এই সময়ে সরকার ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের পাশাপাশি ৪০ লাখ শ্রমিককে নতুন কাজের সুযোগ দেওয়া হয়েছে। তিনি কার্যত করোনা ভ্যাকসিনেশন এবং এর সঙ্গে সম্পর্কিত ‘অর্থনৈতিক প্রভাব’ নিয়ে ‘দ্য ইন্ডিয়া ডায়ালগ’ সেশনে ভাষণ দিচ্ছিলেন। এ সময় ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির’ এক রিপোর্টের উল্লেখ করে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ৩০ জানুয়ারিকে করোনা আন্তর্জাতিক উদ্বেগ দিবস হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এর অনেক আগেই ভারতে প্রধানমন্ত্রী মোদী করোনা মহামারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। করোনা মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় টিকাদান অভিযান পরিচালন করেছে দেশ। আর তার ফলেই প্রাণে বেঁচেছেন ৩৪ লক্ষ মানুষ।

স্ট্যানফোর্ড-এর রিপোর্টে বলা হয়েছে যে হোম কোয়ারেন্টাইন, মাস কোভিড টেস্টিং-এর মতো সরকারের কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা দেশে করোনার প্রকোপ রোধ করতে সাহায্য করার পাশাপাশি, টিকাদান অভিযান ভারতে ৩৪ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। করোনা অতিমারি থেকে মানুষের জীবন বাঁচাতেই শুরু হয়েছিল টিকাদান অভিযান।

লকডাউনের সিদ্ধান্ত ছিল গুরুত্বপূর্ণ

প্রধানমন্ত্রী মোদীর নেওয়া লকডাউনের সিদ্ধান্তকে সেই রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি ই-সঞ্জীবনী এবং আরোগ্য সেতুর মতো ডিজিটাল অ্যাপ করোনা মোকাবিলায় বিশেষ কাজে এসেছে।

দেশে এখন পর্যন্ত . বিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মান্ডভিয়া জানিয়েছেন যে ভারত বিশ্বের বৃহত্তম টিকাদান অভিযান পরিচালন করেছে। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের মোট ২.২ বিলিয়ন ডোজ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে বিনামূল্যে বিপূল পরিমাণ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের টিকা ভাইরাসের মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Indias covid vaccination lockdown saved over 34 lakh lives stanford varsity report