Advertisment

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বায়ুসেনার ট্যাবলোয় অংশ নিলেন রাফালের প্রথম মহিলা পাইলট

শিবাঙ্গী দ্বিতীয় মহিলা ফাইটার জেট পাইলট যিনি প্রজাতন্ত্র দিবসের বায়ুসেনার ট্যাবলোর অংশ হলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বায়ুসেনার ট্যাবলোয় শিবাঙ্গী সিং।

বুধবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের প্রথম মহিলা রাফালে যুদ্ধবিমান পাইলট শিবাঙ্গী সিং ভারতীয় বায়ুসেনার ট্যাবলোর অংশ ছিলেন। শিবাঙ্গী দ্বিতীয় মহিলা ফাইটার জেট পাইলট যিনি প্রজাতন্ত্র দিবসের বায়ুসেনার ট্যাবলোর অংশ হলেন।

Advertisment

ভারতীয় প্রথম যুদ্ধবিমান মহিলা পাইলট হলেন ভাবনা কান্থ ৷ তিনি গতবছর প্রজাতণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লির রাজপথে ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে অংশ নিয়েছিলেন ৷ অন্যদিকে বারাণসীর মেয়ে লেফটেন্যান্ট শিবাঙ্গী ২০১৭ সালে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগদান করেন ৷ মহিলা যুদ্ধবিমান চালকদের দ্বিতীয় ব্যাচ থেকেই তাঁকে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হয়েছে ৷

শুরুতে শিবাঙ্গী তিনি মিগ-২১ বাইসন যুদ্ধবিমানের পাইলট ছিলেন ৷ পরে তিনি রাফালের ককপিটে বসার সুযোগ পান ৷ বর্তমানে তিনি পঞ্জাবের আম্বালায় ভারতীয় বাসুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রানের সদস্য ৷

এবার প্রজাতন্ত্রতন্ত্র দিবসের কুচকাওয়াজে বায়ুসেনার ট্যাবলোর থিম ছিল বায়ুসেনার বিবর্তন ৷ তাই বিভিন্ন সময় বায়ুসেনায় ব্যবহৃত যুদ্ধবিমান, হেলিকপ্টারের মডেল ট্যাবলোতে ব্যবহার করা হয়েছিল ৷ সেই তালিকায় ১৯৭১-এর যুদ্ধের মিগ-২১ এর মডেল যেমন ছিল, তেমনই ছিল সাম্প্রতিক সংযোজন হওয়া রাফালেও ৷

রাফালে যুদ্ধবিমানগুলির প্রথম ব্যাচটি ২০২০ সালের ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে পৌঁছেছিল। ভারত ফ্রান্সের মধ্যে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়। যার বিনিময়ে আগামী চার বছরের মধ্যে ফ্রান্স ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতকে দেবে। এখনও পর্যন্ত, 32টি রাফালে জেট আইএএফকে দেওয়া হয়েছে এবং চারটি এই বছরের এপ্রিলের মধ্যে এ দেশে আসবে বলে জানা গিয়েছে।

Read in English

indian air force India Rafale Republic Day Parade 2022
Advertisment