একদিনে নতুন করে ১১,৭১৩ জন আক্রান্ত হলেন করোনায়। এই আক্রান্ত ধরে দেশে মোট সংক্রমিত ১,০৮,১৪,৩০৪। গত ২৪ ঘণ্টায় মৃত ৯৫ জন। সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ১০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ। দেশে মোট মৃত ১,৫৪,৯১৮। যদিও দেশজুড়ে কমেছে সক্রিয় সংক্রমণ। সংক্রমিত হয়ে চিকিৎসাধীন ১ লক্ষ ৪৮ হাজার। এই প্রথমবার দেড় লক্ষের নীচে সক্রিয় সংক্রমণ।
বিশেষজ্ঞরা বলছেন, যত গণটিকাকরণ এগোবে তত কমবে সক্রিয় সংক্রমণ।
স্বাস্থ্য মন্ত্রক বলেছে, দেশের এখন প্রতি লক্ষে সংক্রমণ ৭,৮২৮। বিশ্বে এই হার সর্বনিম্ন। রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, ইউকে আর ইউএস-এ এই হার ১০ হাজারের ওপরে। এদিকে, দেশে এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.১৯। মোট সুস্থ হয়েছেন ১,০৫, ১০, ৭৯৬।
এদিকে, করোনা আক্রান্ত ভারতে আপৎকালীন পরিস্থিতিতে টিকাকরণের জন্য পাঠানো আবেদন তুলে নিল ফাইজার। সংস্থার তরফে এদিন ভারতের সংশ্লিষ্ট কমিটির বৈঠকের পরই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারতের তরফে সাফ জানান হয়েছে আরও কিছু তথ্য দিতে হবে দেশকে। এরপরই ভারতে এই টিকার ব্যবহারের আর্জি সরিয়ে নিল ফাইজার।